
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

‘জেন-জি’ ঝড় কি এবার ফিলিপাইনে

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮

এ যেন ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক

বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের?

ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী

কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প

সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের
ভারতের আধাসামরিক বাহিনীর ওপর হামলা, দুই জওয়ান নিহত

ভারতের মণিপুরের ইম্ফলের উপকণ্ঠে একদল বন্দুকধারীর হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫.৫০ মিনিটে পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাওয়ার সময় আধাসামরিক বাহিনীর ৪০৭ টাটা গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মণিপুর সফরের সময় যে রাস্তায় গিয়েছিলেন, সেখানেই এটি অবস্থিত।
একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে
আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।