বঙ্গবন্ধুর দেশে সবার বাড়ি থাকবে ঠিকানা থাকবে – U.S. Bangla News




বঙ্গবন্ধুর দেশে সবার বাড়ি থাকবে ঠিকানা থাকবে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৩ | ৫:২৬
বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বাংলাদেশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দেশ। তিনি সব মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। ভাগ্য পরিবর্তন করে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতির জন্য কাজ করে। আমাদের একটাই লক্ষ্য– বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। আমরা চাই, দেশের সবার ঘরবাড়ি থাকবে, ঠিকানা থাকবে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর চতুর্থ পর্যায়ে দেশের বিভিন্ন এলাকার ৩৯ হাজার

৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। এ দিন গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাটের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়ার বানারীপাড়া পৌরসভার উত্তর পাড় আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠান থেকে মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা এবং দেশের ১৫৯টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ মোট ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। ফলে চতুর্থ পর্যায়ের ঘর হস্তান্তর শেষে ভূমিহীন-গৃহহীনমুক্ত সর্বমোট জেলা ও উপজেলার সংখ্যা দাঁড়াল যথাক্রমে ৯ ও

২১১। শেখ হাসিনা বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। তাঁর পথ অনুসরণ করে দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না– আমরা সে লক্ষ্যে কাজ করছি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় তৎকালীন বিএনপি সরকার মানুষের পাশে দাঁড়ায়নি দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ওই দুর্যোগের সময় কোনো ব্যবস্থাই নেয়নি বিএনপি সরকার। আওয়ামী লীগ সারা বাংলাদেশে ছড়িয়ে থাকায় আমিই প্রথমে ফোন পাই। আমরাই প্রথম ছুটে গিয়েছিলাম মানুষের পাশে। ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখি, মানুষ ও পশুপাখির লাশ একসঙ্গে ভাসছিল। আমরা সেখানে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করি এবং মরদেহ সৎকারের ব্যবস্থা করি। তিনি বলেন, তখনকার সংসদে আমরা

বিষয়টি তুলে ধরলাম। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন ঘুমিয়ে ছিলেন, জানতেন না কিছু। তখনকার তিন বাহিনী প্রধান গলফ খেলছিলেন। ঘূর্ণিঝড়ে যে এত বড় ক্ষতি হয়ে গেছে, সেটাও তাঁরা জানতেন না। অথচ সারাদেশ তছনছ, একেবারে চট্টগ্রামসহ পুরো অঞ্চল। সে সময় অনেক মানুষ উদ্বাস্তু হয়ে কক্সবাজারে বস্তিতে থাকত। ক্ষমতায় আসার পর আমরা তাদের পুনর্বাসন করেছি। জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি ভূমিহীন পাওয়া যায় জানাবেন। যেসব এলাকায় সবাইকে ঘর দেওয়া হয়েছে, সেখানেও কোনো ভূমিহীন পরিবার থাকলে তালিকাটা করবেন। তাদেরও ঘরের ব্যবস্থা করব। আমরা ছিন্নমূল মানুষের কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছি। তিনি বলেন, জাতির পিতা শুধু স্বাধীনতাই দেননি, এ দেশের

মানুষের জীবন-জীবিকার জন্য তিনি যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেগুলো যদি বাস্তবায়ন করে যেতে পারতেন– তাহলে বাংলাদেশ স্বাধীনতার পরই উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। কিন্তু তাঁকে হত্যা করে পঁচাত্তরের পর যারা ক্ষমতা দখল করেছে, তারা এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, শোষণ করেছে, নিজেদের ভাগ্য গড়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিভিন্ন উপজেলার আশ্রয়ণ প্রকল্পে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপকারভোগীদের হাতে ২ শতাংশ জমিসহ ঘর এবং নামজারি ও খাজনার দলিলপত্র তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে গণভবন প্রান্ত থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া মানুষের জীবনমানের উন্নয়ন নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত

থেকে মোনাজাত ও দোয়া করা হয়। গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না