কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫
     ৯:৫৪ অপরাহ্ণ

কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৯:৫৪ 136 ভিউ
আফগানিস্তান—ভৌগোলিক অবস্থান এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে বরাবরই বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত এই দেশটি ইতিহাসে বারবার পরাশক্তির দ্বন্দ্বের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। একসময় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের প্রতিযোগিতা, পরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধ সবকিছুরই কেন্দ্রই ছিল আফগানিস্তান। ২০২১ সালে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপরই দেশটি ঘিরে প্রতিবেশীদের যেমন- চীন, ভারত, পাকিস্তান ও ইরানের মধ্যে এক ধরনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্ন হলো, অর্থনৈতিকভাবে মৃতপ্রায় আফগানিস্তানকে নিয়ে কেন এ প্রতিযোগিতা? ১. ভৌগোলিক অবস্থান : সবার জন্যই কৌশলগত সম্পদ আফগানিস্তান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের ক্রসরোড বা মিলনস্থল। পাকিস্তানের সীমান্ত

ঘেঁষা এই দেশটি চীনের শিনজিয়াং প্রদেশের সঙ্গেও সংযুক্ত। ভারত সরাসরি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ না করলেও পাকিস্তান হয়ে মধ্য এশিয়ায় প্রবেশের পথে আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। চীনের জন্য : আফগানিস্তান মধ্য এশিয়ার জ্বালানি সম্পদের দিকে একটি প্রবেশদ্বার এবং ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর জন্য অপরিহার্য। পাকিস্তানের জন্য : আফগানিস্তান তার পশ্চিম সীমান্তের নিরাপত্তার সাথে গভীরভাবে জড়িত। কাবুলে কোন ধরনের সরকার থাকবে, তা ইসলামাবাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলে। ভারতের জন্য : আফগানিস্তান পাকিস্তানকে ঘিরে ভারতের কৌশলগত পাল্টা ভারসাম্যের জায়গা। কাবুলে ভারতের উপস্থিতি ইসলামাবাদকে বাড়তি চাপের মধ্যে রাখে। ২. নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী ইস্যু আফগানিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ, জঙ্গিগোষ্ঠী ও মাদক পাচারের জন্য পরিচিত। তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার

পর এ উদ্বেগ আরও বেড়েছে। চীনের দুশ্চিন্তা মূলত শিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের নিয়ে। চীন আশঙ্কা করে, আফগানিস্তান আবারও যদি জঙ্গিগোষ্ঠীর নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, তবে ‘ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট’ (ETIM)-এর মতো সংগঠন চীনের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে পারে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-র হামলার শিকার। ইসলামাবাদ তাই চায় কাবুল সরকার এদের দমন করুক। ভারতের উদ্বেগ আল কায়েদা ও ইসলামিক স্টেট খোরাসান শাখা (আইএস-কে) নিয়ে। কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়তে পারে এই আশঙ্কায় ভারত সবসময় সতর্ক। ৩. অর্থনৈতিক সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদ আফগানিস্তানকে বলা হয় ‘অব্যবহৃত খনিজ ভান্ডার।’ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, দেশটিতে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে রয়েছে লিথিয়াম, তামা,

লোহা, স্বর্ণসহ নানা বিরল ধাতু, যা আধুনিক প্রযুক্তি, ব্যাটারি ও ইলেকট্রনিক শিল্পের জন্য অপরিহার্য। চীন, যাকে বিশ্বে ‘রেয়ার আর্থ’ খনিজের সবচেয়ে বড় ব্যবহারকারী বলা হয়, আফগানিস্তানের এই সম্পদে বিনিয়োগে আগ্রহী। তালেবান সরকার ইতোমধ্যেই চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি করেছে। ভারত বিগত দুই দশকে আফগানিস্তানে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এর মধ্যে সড়ক, হাসপাতাল, বাঁধ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত অন্তর্ভুক্ত। ভারতের লক্ষ্য ছিল কেবল আঞ্চলিক প্রভাব নয়, ভবিষ্যতে খনিজ সম্পদেও অংশীদার হওয়া। পাকিস্তান মূলত ট্রানজিট ও বাণিজ্য রুটের সুবিধা চায়। আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার বাজারে প্রবেশ পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক সুযোগ। ৪. রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক প্রতিযোগিতা আফগানিস্তান ঘিরে চীন, ভারত

ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র। চীন তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রথম দেশগুলোর একটি। তাদের লক্ষ্য—পশ্চিমা প্রভাবমুক্ত করে আফগানিস্তানকে বেইজিংয়ের অর্থনৈতিক জালে টেনে আনা। ভারত সরাসরি তালেবানকে স্বীকৃতি দেয়নি, তবে মানবিক সহায়তার মাধ্যমে কাবুলে প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। ভারতের কৌশল হলো—পাকিস্তানের একচেটিয়া প্রভাব ঠেকানো। পাকিস্তান ঐতিহাসিকভাবে তালেবানের ঘনিষ্ঠ মিত্র। তবে এখন সম্পর্ক জটিল। ইসলামাবাদ চায় তালেবান তাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিক, কিন্তু কাবুলের নেতারা সবসময় তা মানছে না। ৫. আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন আফগানিস্তান অস্থিতিশীল থাকলে এর অভিঘাত শুধু কাবুল বা ইসলামাবাদে সীমাবদ্ধ থাকে না; তা পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে। উদ্বাস্তু সংকট, মাদক পাচার, চোরাচালান, অস্ত্র ব্যবসা—সবই পার্শ্ববর্তী দেশগুলোর জন্য

হুমকি। তাই চীন, ভারত ও পাকিস্তান প্রত্যেকে চাইছে নিজেদের মতো করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। উপসংহার আফগানিস্তান আজ যেন এক দাবার ছক, যেখানে চীন, ভারত ও পাকিস্তান প্রত্যেকে নিজেদের চাল দিতে ব্যস্ত। কারও লক্ষ্য খনিজ সম্পদ, কারও লক্ষ্য নিরাপত্তা, আবার কারও লক্ষ্য রাজনৈতিক প্রভাব বিস্তার। তবে এক জিনিস পরিষ্কার—আফগানিস্তানকে ঘিরে আঞ্চলিক প্রতিযোগিতা যত বাড়বে, ততই দেশটি বৈশ্বিক ভূ-রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তানকে ঘিরে তৈরি প্রতিযোগিতা শুধু দেশটির মাটিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এই প্রতিযোগিতার প্রভাব পড়বে সরাসরি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা ও উন্নয়নের ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী আবারো কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: মামলা ছাড়া আটক হুমায়ূন কবির, মৃত্যুর মিছিলে আরেকটি নাম চট্টগ্রাম বন্দরে শিবির–এনসিপি কোটায় নিয়োগ: ৯ জনকে পদায়ন নিজেদের নেওয়া ব্যাংক ঋণের চাপে অথৈ সমুদ্রে ইউনূস সরকার, অজানা গন্তব্যে অর্থনীতি ব্যালট বাক্স নয়, লাশের হিসাবই যখন বাস্তবতা এবার নিশানা বাঙালির পৌষ সংক্রান্তি : হাজার বছরের আবহমান বাংলার সংস্কৃতি মুছে বর্বর ধর্মরাষ্ট্রের স্বপ্ন রক্তের দাগ মুছবে কে? নিরপেক্ষতার মুখোশ খুলে গেছে গণভোটে ‘হ্যাঁ’ চাইতে নেমে ড. ইউনূস প্রমাণ করলেন—তিনি আর প্রধান উপদেষ্টা নন, তিনি একটি পক্ষের সক্রিয় কর্মী আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিতর্কিত নিয়োগ নয়জন জুলাই সন্ত্রাসীকে প্রভাব খাটিয়ে নিয়োগ হ্যাঁ কিংবা না কোনো শব্দেই আমরা আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যেন কথা না বলি।কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদটাই হলো আমাদের মুখ খুলিয়ে দেওয়া। ইউনুস থেকে মাচাদো: নোবেল শান্তি পুরস্কার কি সরকার পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে?