স্বামীকে খুন করিয়ে নতুন সংসার, প্রেমিকের ছোট্ট ভুলে সব ফাঁস ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ১০:২৯ অপরাহ্ণ

স্বামীকে খুন করিয়ে নতুন সংসার, প্রেমিকের ছোট্ট ভুলে সব ফাঁস !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ১০:২৯ 70 ভিউ
মাদকাসক্ত স্বামী বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন। স্ত্রী তাতে বাধা দিতে চেষ্টা করলে তাঁকেও মারধর করা হত। এই সবের থেকে ‘নিস্তার’ পেতে স্বামীকেই হত্যা করতে ‘ভাড়াটে খুনি’ ব্যবহার করেন স্ত্রী। তার পর অন্য এক জনের সঙ্গে সংসারও পাতেন তিনি। কিন্তু সেই প্রেমিক স্বামীর ছোট্ট এক ভুলে ফাঁস হয়ে যায় সবই। খুনের দায়ে অভিযুক্ত স্ত্রী সোনিয়ার দাবি, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। সেই সময়েই ২০২৩ সালে রোহিত নামে এক ক্যাবচালকের সঙ্গে আলাপ হয় তাঁর। রোহিতও আগে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। রোহিতের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় সোনিয়ার এবং দু’জনে মিলে নতুন সংসার পাতার সিদ্ধান্ত নেন। গত বছরের জুলাইয়ে স্বামীর সঙ্গে

ঝগড়া করে হরিয়ানায় নিজের বোনের বাড়িতে চলে যান সোনিয়া। রোহিতই তাঁকে সেখানে ছেড়ে দিয়ে আসেন। যাওয়ার পথেই প্রেমিকের সঙ্গে স্বামীকে হত্যার ছক কষেন সোনিয়া। রোহিত নিজে খুন করতে পারবেন না বলে জানান। তবে ছ’লক্ষ টাকার ব্যবস্থা করা গেলে ‘ভাড়াটে খুনি’ পাওয়া যেতে পারে বলে আশ্বাস দেন। কিন্তু সোনিয়ার কাছে তখন সেই টাকা ছিল না। ফলে আলোচনা তখনকার মতো ওখানেই থেমে যায়। পরে স্বামীকে খুনের জন্য সোনিয়া নিজের তাঁর বোনের দেবরের সঙ্গে যোগাযোগ করেন। দর কষাকষি শেষে ৫০ হাজার টাকাতে তার সঙ্গে কিলিং কন্ট্রাক্ট ফাইনাল হয়। গত বছরের ৫ জুলাই খুন হন সোনিয়ার স্বামী। তাকে খুনের পরে তাঁর দেহ একটি কাপড়ে মুড়িয়ে

নালার মধ্যে ফেলে দেয় খুনি। কিন্তু পরে দেহ শনাক্ত না হওয়ায় ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। ওই সময় স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিজের প্রেমিক রোহিতের কাছে দিয়েছিলেন সোনিয়া। বলেছিলেন, সেটি নষ্ট করে ফেলার জন্য। কিন্তু সোনিয়ার কথা না শুনে মোবাইলটি নিজের কাছেই রেখে দিয়েছিলেন রোহিত। আর এই এক ছোট্ট ভুলেই ফাঁস হয়ে যায় সবই। কিলিং মিশনের সঙ্গে জড়িত স্ত্রীসহ সবাই পুলিশের জালে ধরা পড়ে। ভারতের হরিয়ানার সোনিপতে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১ পাল্টা শুল্ক থেকে অর্জিত অর্থের লভ্যাংশ জনগণকে দেবেন ট্রাম্প আমাকে সবাই প্রোডাক্ট বানিয়েছিল : প্রসেনজিৎ নতুন রূপে শবনম বুবলী ক্রিকেট বোর্ডের চার কর্মকর্তা ওএসডি টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ আহত ৪ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প গ্র্যামির মনোনয়ন থেকে বাদ টেইলর সুইফট পপি সিড খাবার নাকি মাদক? জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী ধসের মুখে ভারতের চিংড়ি রপ্তানি শিল্প গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল