ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ৫:৪২ অপরাহ্ণ

ইমরান খানের মুক্তির দাবিতে আজও পাকিস্তানে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ৫:৪২ 68 ভিউ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। ২০২৩ সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে আজকের দিনটি বেছে নিয়েছে। আসাদ বলেন, দলের প্রাদেশিক ইউনিটগুলোকে মিছিল, গণসচেতনতা কর্মসূচি এবং অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা

সমাজের সব শ্রেণির মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে দলের নেতাকর্মীদের ওপর ধরপাকড় শুরু হয়েছে এবং কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেলার সীমানার মধ্যে সব ধরণের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ, বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির এক সংবাদ সম্মেলনে জানান, গত কয়েক দিনে প্রায় ২০০টি অভিযান চালানো

হয়েছে এবং অনেক কর্মীকে তুলে নেওয়া হয়েছে। পরে তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শায়ান বলেন, লাহোর এবং আদিয়ালা জেলের বাইরে বড় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পাঞ্জাবজুড়ে বিশাল মিছিল ও র‍্যালির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ও সিনেটর আলি জাফর বলেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছেন, তবে রাজনীতিতে সিদ্ধান্ত বদলাতে সময় লাগে না। ইমরান খান অতীতে দুই শর্তে সরকারকে সঙ্গে নিয়ে সংলাপে বসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সরকার তা মানেনি। তিনি বলেন, ইমরান খান আদালতের মাধ্যমেই মুক্তি পাওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাকে জোর করে রাজনীতি থেকে সরানোর চেষ্টা চলছে। সরকার এবং ক্ষমতাশীল মহল তার এবং

তার স্ত্রীর ওপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারী বলেছেন, জনগণ ৫ আগস্টের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিটিআই আর রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আঘাত করতে চায়। তিনি অভিযোগ করেন, যে ব্যক্তি একসময় ‘হাকিকি আজাদি’র (বাস্তব স্বাধীনতা) স্লোগান তুলেছিল, তারই এক কোটি ৮০ লাখ ডলারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রে। একসময় যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীনতা চেয়েছিল, এখন তার ছেলেরাও সেই একই কথার পুনরাবৃত্তি করছে। মন্ত্রী আরও বলেন, পুরো দেশ যখন ৫ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করছে, ঠিক সেই সময় পিটিআইয়ের এই বিক্ষোভ কর্মসূচি অত্যন্ত

দুঃখজনক এবং দুরভিসন্ধিমূলক। সূত্র: ডন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি  মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক মোহাম্মদপুরে চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ ‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা