রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫
     ৬:৪৮ অপরাহ্ণ

রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪৮ 74 ভিউ
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে অবস্থিত একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি প্রায় ছয় শতাব্দী পর ফের জেগে উঠেছে। ‘ক্রাশেনিনিকোভ’ নামের এই আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা নিশ্চিত করেছে, এটি ৬০০ বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্প্রতি ওই অঞ্চলে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (৩ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএ এবং বার্তাসংস্থা রয়টার্স দেশটির বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি ইনস্টিটিউটের টেলিগ্রাম বার্তায় বলা হয়, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জেগে ওঠা এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে একটি “ঐতিহাসিক ঘটনা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূবিজ্ঞানী ওলগা গিরিনা জানান, কামচাটকার অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া

দলে গবেষণারত বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। তার আগের অগ্ন্যুৎপাতের সময়কালও শতাব্দী পেরিয়ে গেছে, যার নির্ভরযোগ্য রেকর্ড পাওয়া যায় না। নতুন এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে গত সপ্তাহে ওই অঞ্চলে হওয়া একটি ৭ মাত্রার ভূমিকম্পের পর। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির মুখ দিয়ে প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতায় ছাইয়ের মেঘ উড়তে দেখা গেছে, যা পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আশপাশের এলাকায় জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। তবে ছাইয়ের কারণে আকাশপথে বিমান চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। এরই মধ্যে ঐ অঞ্চলের আকাশপথে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে,

যা উচ্চ ঝুঁকি নির্দেশ করে। এদিকে, কামচাটকার কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জে গত বুধবার ৭ মাত্রার ভূমিকম্পের পর আজ রোববার আরও তিনটি অঞ্চলে সুনামির আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, বড় ধরনের ঢেউ না উঠলেও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৭ বলে নিশ্চিত করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বর্তমানে বড় কোনো সুনামির সম্ভাবনা নেই। তবুও স্থানীয় কর্তৃপক্ষ সব ধরনের পূর্বসতর্কতা নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৬০০ বছর পর একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির এমনভাবে জেগে ওঠা শুধু একটি ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটি

অঞ্চলটির ভূপ্রাকৃতিক গতিবিধিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, এটি অন্য নিষ্ক্রিয় আগ্নেয়গিরিগুলোতেও সম্ভাব্য সক্রিয়তার পূর্বাভাস হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী