গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫
     ৬:২৬ পূর্বাহ্ণ

গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৬:২৬ 128 ভিউ
ইসরাইলের একের পর এক আগ্রাসনে বিধ্বস্ত গাজা। তার ওপর আবার গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরাইলের এক মন্ত্রী। আজ বুধবার (৩০ জুলাই) দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একইসঙ্গে সৌদি আরব, মিসর, কাতার ও আরব লিগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। তবে ইসরাইল বরাবরের মতোই ফিলিস্তিন রাষ্ট্রের

স্বীকৃতিকে ‘হামাসকে পুরস্কার দেওয়া’ বলেই নিন্দা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে ‘হামাসের পশুতুল্য সন্ত্রাসের স্বীকৃতি’ হিসেবে উল্লেখ করেছেন। সরকারি সম্প্রচারমাধ্যম কান-এ জিভ এলকিন বলেন, হামাস যদি যুদ্ধবিরতির আলোচনাকে বিলম্বিত করে, তাহলে ইসরাইল একটি চূড়ান্ত সময়সীমা দিয়ে তাদের চাপের মুখে ফেলতে পারে। তিনি বলেন, আমাদের শত্রুর জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো ভূখণ্ড হারানো। হামাসকে যদি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, তারা যদি আমাদের সঙ্গে লড়তে থাকে, তাহলে তারা যে ভূমি হারাবে তা আর কখনও ফিরে পাবে না। এটা হবে চাপ প্রয়োগের বিশাল এক হাতিয়ার। এদিকে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টি ও অনাহারে আরও সাতজনের

মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই বছর বয়সি এক শিশুকন্যাও রয়েছে। শিশুটির বাবা সালাহ আল-ঘারাবলি রয়টার্সকে বলেছেন, আমার ছোট্ট মেয়ে মেক্কা অপুষ্টিতে মারা গেছে। চিকিৎসকরা বলেছিলেন, বিশেষ এক ধরনের দুধ খাওয়াতে হবে, কিন্তু সেই দুধই ছিল না। যুদ্ধ শুরুর পর অপুষ্টি ও খাদ্যাভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। এদের মধ্যে ৮৯ জনই শিশু। বেশিরভাগ মৃত্যু গত কয়েক সপ্তাহে হয়েছে। ইসরাইল সামরিক বাহিনী রবিবার জানায়, তারা গাজায় খাদ্য সরবরাহের পথ কিছুটা উন্মুক্ত করেছে। কিছু এলাকায় প্রতিদিন সাময়িক যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছাতে করিডর চালুর কথা জানানো হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) বলছে, এই সাময়িক বিরতির প্রথম দুই দিনে গাজায় কিছুটা ত্রাণ প্রবেশ করেছে। তবে

এখনও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। হামাসের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তরের প্রস্তাব নিয়ে কোনও মন্তব্য করেননি। অতীতে হামাস এ ধরনের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। অন্যদিকে ইসরাইল গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনের বিরোধিতা করে আসছে। নেতানিয়াহু চলতি মাসে বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চান। তবে একটি স্বাধীন রাষ্ট্র ভবিষ্যতে ইসরায়েল ধ্বংসের মঞ্চ হয়ে উঠতে পারে। তাই নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতেই থাকতে হবে। তার মন্ত্রিসভায় কট্টর ডানপন্থি নেতারা ফিলিস্তিনি ভূখণ্ড পুরোপুরি দখলের পক্ষে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ মঙ্গলবার বলেছেন, গাজায় ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা আগের চেয়ে অনেক বেশি সম্ভাবনার কাছাকাছি এবং গাজা হলো ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে

এই যুদ্ধ শুরু হয়। ইসরাইলের হিসাব অনুযায়ী, ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালযয়ের হিসাব অনুসারে, জবাবে গাজায় পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরাইল ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী