চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের নিপীড়ন: সভাপতিসহ জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




চাঁদা না পেয়ে ব্যবসায়ীদের নিপীড়ন: সভাপতিসহ জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৫:৪৪ 23 ভিউ
চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দিয়ে সেগুলোর দখল নিয়ে ব্যবসায়ীদের ওপর নিপীড়ন চালান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ ঘটনায় জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজার এলাকার। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গতকাল ২৮শে জুলাই, সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীরা হলেন- জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), কর্মী হায়দার আলী (৪৫) ও তার বাবা মজিবর রহমান (৭০)। জানা গেছে, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন আহম্মদপুর বাজারে জমি কিনে ১০টি

দোকান নির্মাণ করেন। তাদের নামে এসএ এবং আরএস খতিয়ান আছে। প্রায় ৭০ বছর ধরে তারা ওই জমি ভোগদখলে আছেন, নিয়মিত খাজনাও পরিশোধ করেন। গতকাল বেলা ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী, মুজিবর রহমানসহ জামায়াত, শিবিরের ৪০-৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকানপ্রতি মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য কোরবান আলীদের হুমকি দেন। এসময় ভুক্তভোগীরা তাদের এমন দাবির প্রতিবাদ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী ও তাদের সন্ত্রাসী বাহিনী গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা দোকানঘরে তালা লাগিয়ে দেন। একইসাথে দোকান ছেড়ে চলে যাবার নির্দেশ দেন। অন্যথায় তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেন। এ

ঘটনার পর ভীতসন্তস্ত্র ব্যবসায়ীরা স্থানীয় সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানায় অভিযোগ করলে পুলিশ ও সেনাসদস্যরা যৌথভাবে সন্ধ্যায় বাজারে অভিযান চালান। এ সময় দোকানগুলোর তালা ভেঙে সেগুলো প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়া হয় এবং চার অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, উপজেলার জোয়াড়ী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল মালেক আমাদের প্রতি দোকান বাবদ মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা ধার্য করে দেন। আমরা তাতে রাজি হইনি। কারণ, আমরা এসব দোকানের জমি ৭০ বছর ধরে ভোগদখল করছি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের দোকানগুলোতে তালা দিয়ে দেন। আমরা ঘটনাটি পুলিশ-সেনাবাহিনীকে জানালে তারা দ্রুত অভিযান চালিয়ে আমাদের দোকানগুলো উদ্ধার করে দিয়েছেন। তবে চাঁদা

দাবির অভিযোগ অস্বীকার করে যুদ্ধাপরাধী দল জামায়াতের সন্ত্রাসী নেতা রুহুল আমিন দাবি করেন, দোকানের জমির মালিক তারা। দীর্ঘদিন ওই জমি বেহাত ছিল। এখন তারা দখলে গেছেন। দোকানে তালা লাগানো ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে রংপুরে সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ করেছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র’ আমেরিকার উপকূলেও সুনামি শুরু! এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: দেবপ্রিয় চট্টগ্রামে একযোগে চার ধরনের জ্বরের প্রকোপ সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে আজ মহাকাশে পাড়ি দেবে ‘নিসার’ ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী গাজার উপকূলে ভেসে আসা খাদ্য বোতল ! রহস্য কী? বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয়