ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক – ইউ এস বাংলা নিউজ




ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৯:০৭ 10 ভিউ
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা পিতা-পুত্রকে আটক করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ’র পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্তরা ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেপচুনের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। এসবিইউ জানিয়েছে, প্রথমে ২৪ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীকে কিয়েভ থেকে আটক করা হয়, যিনি নেপচুন প্রকল্পের গোপন প্রযুক্তিগত নথি সংগ্রহ করেছিলেন। পরে তার বাবাকে আটক করা হয়, যিনি চীনা গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য পাচারের চেষ্টা করছিলেন। তিনি চীনে বাস করতেন, কিন্তু ছেলের কর্মকাণ্ড সরাসরি তদারক করতে ইউক্রেন সফরে এসেছিলেন বলে দাবি করেছে এসবিইউ। এক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনও চীনা নাগরিককে গুপ্তচরবৃত্তির

অভিযোগে আটক করা হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার জানান, তারা ঘটনাটি যাচাই করছেন। যদি চীনা নাগরিক জড়িত থাকেন, তবে আমরা তাদের আইনগত অধিকার রক্ষা করব। আটক দু’জনের পক্ষের কোনও আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে। এর আগেও চীনের বিরুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ তুলেছে ইউক্রেন। রাশিয়াকে ড্রোন ও অস্ত্র উৎপাদনে সহায়তা করার অভিযোগে চীনা প্রতিষ্ঠানের ওপর আগেও নিষেধাজ্ঞা জারি করেছে কিয়েভ। চীনা নাগরিকদের আটকের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধরত চীনা নাগরিকদের আটক করেছে। অস্ত্র সহায়তার অভিযোগ অস্বীকার করে বেইজিং বলেছে, তারা মস্কো বা

কিয়েভ, কাউকেই অস্ত্র দেয়নি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনীয় সেনাবাহিনী দুই চীনা নাগরিককে আটক করে এবং আরো বহু চীনা নাগরিক রুশ সেনাবাহিনীতে লড়ছে বলে দাবি করে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার ‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি অর্থবছর শেষে সরকারের ঋণ দাঁড়াবে প্রায় সাড়ে ২৩ লাখ কোটি ‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার ‘দুই পক্ষের টানাটানিতে ৯ কোটি মানুষ ইন্টারনেটের বাইরে’ তিন মাসে এফডিআই এসেছে ১৫৮ কোটি ডলার সকাল ৯টার মধ্যে যেসব বিভাগে ঝড়বৃষ্টির আভাস ‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেয়ায় পাঁচ পুলিশ সদস্য ক্লোজড পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২ চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক সোহাগ হত্যা: আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে শর্তসাপেক্ষে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন চাঁদা না পেয়ে যুবদল নেতার বিরুদ্ধে বাস বন্ধের অভিযোগ মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে ১০০ জান্তা সেনা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উনের ‘উষ্ণ অভ্যর্থনা’