ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক – ইউ এস বাংলা নিউজ




ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ৯:০৭ 37 ভিউ
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা পিতা-পুত্রকে আটক করেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ’র পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্তরা ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেপচুনের বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। এসবিইউ জানিয়েছে, প্রথমে ২৪ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীকে কিয়েভ থেকে আটক করা হয়, যিনি নেপচুন প্রকল্পের গোপন প্রযুক্তিগত নথি সংগ্রহ করেছিলেন। পরে তার বাবাকে আটক করা হয়, যিনি চীনা গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য পাচারের চেষ্টা করছিলেন। তিনি চীনে বাস করতেন, কিন্তু ছেলের কর্মকাণ্ড সরাসরি তদারক করতে ইউক্রেন সফরে এসেছিলেন বলে দাবি করেছে এসবিইউ। এক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনও চীনা নাগরিককে গুপ্তচরবৃত্তির

অভিযোগে আটক করা হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার জানান, তারা ঘটনাটি যাচাই করছেন। যদি চীনা নাগরিক জড়িত থাকেন, তবে আমরা তাদের আইনগত অধিকার রক্ষা করব। আটক দু’জনের পক্ষের কোনও আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে। এর আগেও চীনের বিরুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ তুলেছে ইউক্রেন। রাশিয়াকে ড্রোন ও অস্ত্র উৎপাদনে সহায়তা করার অভিযোগে চীনা প্রতিষ্ঠানের ওপর আগেও নিষেধাজ্ঞা জারি করেছে কিয়েভ। চীনা নাগরিকদের আটকের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধরত চীনা নাগরিকদের আটক করেছে। অস্ত্র সহায়তার অভিযোগ অস্বীকার করে বেইজিং বলেছে, তারা মস্কো বা

কিয়েভ, কাউকেই অস্ত্র দেয়নি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনীয় সেনাবাহিনী দুই চীনা নাগরিককে আটক করে এবং আরো বহু চীনা নাগরিক রুশ সেনাবাহিনীতে লড়ছে বলে দাবি করে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প, ‘বিশেষ সম্পর্ক’ জোরদারের আশা দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিত চেয়ে আবেদন বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? কঠিন চ্যালেঞ্জের মুখে সুশীলা কার্কি লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০ মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, মৃত্যু ১৩ অস্কারে যাচ্ছে ইরানের ছবি নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত রাজধানীতে আজ কোথায় কী ভারত-যুক্তরাষ্ট্র বৈঠকে খুলবে কি বাণিজ্য চুক্তির জট তরুণদের সর্বনাশা লিগ! ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস টিভিতে আজকের খেলা আঞ্চলিক সহযোগিতার প্রধান চালিকাশক্তি হতে পারে ভারত-বাংলাদেশ একাদশে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর