ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী
দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের
যে কোনো দেশের পারমাণবিক পরীক্ষা হলে রাশিয়া ‘সমানভাবে প্রতিক্রিয়া জানাবে’: ল্যাভরভ
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ
রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি
ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন
বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও
ইতালির ভেনিসে তিন দিনব্যাপী জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজ। বিয়ের কয়েক ঘণ্টা পরই সানচেজ তার সব পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট মুছে ফেলেন এবং কেবল তাদের বিয়ের দুটি ছবিই রাখেন। এমনকি সানচেজ তার সারনেমও পরিবর্তন করে ‘লরেন সানচেজ বেজোস’ রাখেন।
সানচেজ এর আগে তার বেশ কয়েকটি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যার মধ্যে প্যারিসে তার ব্যাচেলর পার্টির ছবিও ছিল। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা পর তিনি সব ছবি মুছে ফলেন। কেবল যে দুটি ছবি সানচেজ রেখেছেন তার মধ্যে একটি তার বিয়ের পোশাকের ছবি এবং অন্যটি নবদম্পতি হিসেবে বেজোসের
সঙ্গে একটি ছবি। একটি পোস্টে লেখা ছিল, ‘এটি শুধু একটি গাউন নয়, কবিতার একটি অংশ। ধন্যবাদ ডলস এবং গাব্বানা এই জাদু তৈরির জন্য’। পোস্টটিতে বিয়ের বিশেষ মুহুর্তগুলো দেখানো তিনটি ছবি রয়েছে। তার দ্বিতীয় পোস্টটি জেফ বেজোসের সঙ্গে বিয়ের পর তার প্রথম ছবি। ক্যাপশনে লেখা আছে ‘০৬/২৭/২০২৫’ যা তাদের বিয়ের তারিখ। পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাদের বিয়ের বিশেষ মুহুর্ত ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া বেজোস ও সানচেজের বিয়ের অনুষ্ঠানটি এক জমকালো পার্টির মাধ্যমে শনিবার বিকালে শেষ হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ ২০০ জন তারকা ও প্রভাবশালী
ব্যক্তি। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি। বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে ১১০ কোটি ডলার পর্যন্ত।] সূত্র: এনডিটিভি
সঙ্গে একটি ছবি। একটি পোস্টে লেখা ছিল, ‘এটি শুধু একটি গাউন নয়, কবিতার একটি অংশ। ধন্যবাদ ডলস এবং গাব্বানা এই জাদু তৈরির জন্য’। পোস্টটিতে বিয়ের বিশেষ মুহুর্তগুলো দেখানো তিনটি ছবি রয়েছে। তার দ্বিতীয় পোস্টটি জেফ বেজোসের সঙ্গে বিয়ের পর তার প্রথম ছবি। ক্যাপশনে লেখা আছে ‘০৬/২৭/২০২৫’ যা তাদের বিয়ের তারিখ। পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাদের বিয়ের বিশেষ মুহুর্ত ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া বেজোস ও সানচেজের বিয়ের অনুষ্ঠানটি এক জমকালো পার্টির মাধ্যমে শনিবার বিকালে শেষ হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ ২০০ জন তারকা ও প্রভাবশালী
ব্যক্তি। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি। বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে ১১০ কোটি ডলার পর্যন্ত।] সূত্র: এনডিটিভি



