
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উচ্চপর্যায়ের নৈশভোজ

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী, কে এই সুশীলা

নেপালে যেভাবে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পথ

হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলায় স্টাফদের নিন্দা জানাল বিবিসি

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ

‘কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এ জায়গা আমাদের’
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, নিহত ১৬

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০০ জনের বেশি মানুষ। বুধবার (২৫ জুন) রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় এ সংঘর্ষ ঘটে।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদন থেকে এ সব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৫ জুন কর বিল নিয়ে সরকারবিরোধী বিক্ষোভে ৬০ জন নিহত হন। এ ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এ সময় তাদের হাতে ছিল কেনিয়ার পতাকা ও গত বছরের নিহতদের ছবি।
কেউ কেউ
আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ও গুলি ছোড়ে। এতে ১৬ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে, বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’
আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে ও গুলি ছোড়ে। এতে ১৬ জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে, বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না।’