বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এক যাত্রী জীবিত উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এক যাত্রী জীবিত উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:০৮ 38 ভিউ
ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেছে এখন পর্যন্ত। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির ২৪২ আরোহীর প্রায় সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছিল দেশটির পুলিশ। তবে উড়োজাহাজটির এক ব্রিটিশ যাত্রী জীবিত রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “১১এ” নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী। তিনি জীবিত আছেন। তার নাম বিশোয়াস কুমার রমেশ। তিনি ব্রিটিশ নাগরিক। পুলিশ কমিশনার জানিয়েছেন যে, ওই যাত্রী এখন হাসপাতালে, তার চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, তারা হাসপাতালে রমেশের সঙ্গে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের নিজের প্লেনের বোর্ডিং পাসও দেখিয়েছেন। সেখানে তার নাম রয়েছে এবং আসন সংখ্যা উল্লেখ করা

আছে “১১এ” বলে। ভারতীয় গণমাধ্যমগুলো তার বক্তব্য দেখাচ্ছে, যেখানে তিনি বলছেন, “আকাশে ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ভীষণ জোরে আওয়াজ হয় আর উড়োজাহাজটি ভেঙে পড়ে। সব কিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়।” জানা গেছে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজ থেকে সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু তারপর ওই উড়োজাহাজ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বেলা ১টা ৩৯ মিনিটের দিকে উড্ডয়ন করে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। যার মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি

উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই ডাক্তারদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে হোস্টেলের ৫ শিক্ষার্থী নিহত হন। আহত হয়েছেন আরও ৪০ শিক্ষার্থী। আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে উড়োজাহাজটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, উড়োজাহাজটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর

অভিজ্ঞতা ছিল। এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু