৯ হাজার অভিবাসীকে গুয়ানতানামো বে কারাগারে পাঠাবে ট্রাম্প প্রশাসন – ইউ এস বাংলা নিউজ




৯ হাজার অভিবাসীকে গুয়ানতানামো বে কারাগারে পাঠাবে ট্রাম্প প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৬:৫৬ 29 ভিউ
কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত ও বিতর্কিত আটককেন্দ্রে (কারাগার) ৯ হাজার অবৈধ অভিবাসী পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এ প্রক্রিয়া এই সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে বলে দ্য ওয়াশিংটন পোস্ট ও পলিটিকো মঙ্গলবার জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকদের গুয়ানতানামোতে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে, তাদের মধ্যে বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হাইতি, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, তুরস্ক ও ইউক্রেনের অভিবাসীরা রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র গুয়ানতানামোতে প্রায় ৫০০ অভিবাসী আটক রেখেছে। তবে নতুন পরিকল্পনার আওতায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রায় ৯ হাজার ব্যক্তিকে সেখানে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজন জঙ্গিদের

আটক রাখার জন্য গুয়ানতানামো বে বিশ্বব্যাপী কুখ্যাত হয়ে ওঠে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, অবৈধ অভিবাসীদের গুয়ানতানামোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের। আগামী বুধবার থেকেই এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের বক্তব্য, অভিবাসীদের সেখানে সাময়িকভাবে রাখা হবে, পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সরকারি নথি অনুসারে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে অবস্থিত আটককেন্দ্রে স্থান সংকুলান না হওয়ায় গুয়ানতানামোতে অভিবাসীদের স্থানান্তর করা হচ্ছে। তবে পলিটিকো ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের স্থানান্তর করা হবে, তাদের আগেই জানানো নাও হতে পারে। স্থানান্তরযোগ্য অভিবাসীদের অনেকেই যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নাগরিক হওয়ায় মার্কিন কূটনীতিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় বিষয় নিয়ে

কাজ করা স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন কর্মকর্তা এ পরিকল্পনা বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছেন। পলিটিকো-কে এক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য মানুষকে স্তম্ভিত ও আতঙ্কিত করা। কিন্তু আমরা তো মিত্র। এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) সরকারকে এ স্থানান্তর প্রক্রিয়া থেকে বিরত রাখতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি এখনো বিচারাধীন। এসিএলইউ এর বিবৃতিতে বলা হয়েছে, সরকার গুয়ানতানোমোতে আটক রাখার হুমকি ব্যবহার করে অভিবাসীদের ভয় দেখাচ্ছে, ভবিষ্যতের অভিবাসন নিরুৎসাহিত করছে, স্বেচ্ছা নির্বাসন প্রলুব্ধ করছে এবং অভিবাসন প্রত্যাহার থেকে বিরত থাকার দাবি প্রত্যাহারে বাধ্য করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন অপরাধের শীর্ষে দেশের তিন শহর যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয় আগামী বছরের হজ: আবেদন আহ্বান মন্ত্রণালয়ের ‘ডু অর ডাই’ কর্মসূচি ঘোষণা ইমরান খানের দল পিটিআইয়ের নিলামে ১৭ কোটির বেশি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশের রেকর্ড হলো, আবার হলোও না গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধ এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত