নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত – ইউ এস বাংলা নিউজ




নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৫:০৬ 50 ভিউ
চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনী নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমানবাহিনীতে। সোমবার (০৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন। এতে বলা হয়েছে, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে

বলে দাবি করছে ইন্ডিয়া। এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংকস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এ ছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে ২টিসহ নাসা গ্রুপের ১৮টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক শেখ হাসিনার সরকারের মজুদকৃত চালের বস্তা থেকে তাঁরই নাম মুছে চলছে বিতরণ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বিরোধিতা করেও শেখ হাসিনার নির্দেশিত পথে ইউনূস সরকার আরাকান আর্মির ওপর হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার অভিযোগ আরকান সেনাপ্রধানের সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি লিবিয়া কেলেঙ্কারিতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের! আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় অভিযোগে উত্তরায় পাঠাগার গুঁড়িয়ে দিল বৈছা নেতারা কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা পূজা পরিষদের অক্সিজেন ছাড়াই শীর্ষ পর্বত মানাসলুর চূড়ায় দুই বাংলাদেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের