ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণ: তদন্ত চলছে, সীমান্তে সতর্ক ভারতীয় বাহিনী
দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের
যে কোনো দেশের পারমাণবিক পরীক্ষা হলে রাশিয়া ‘সমানভাবে প্রতিক্রিয়া জানাবে’: ল্যাভরভ
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ
নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে ভারত
চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনী নতুন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। হাল তেজাসের নতুন এই যুদ্ধবিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমানবাহিনীতে।
সোমবার (০৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধবিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন।
এতে বলা হয়েছে, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে
বলে দাবি করছে ইন্ডিয়া। এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংকস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এ ছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।
বলে দাবি করছে ইন্ডিয়া। এতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংকস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এ ছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।



