১১ জুন ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা – ইউ এস বাংলা নিউজ




১১ জুন ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৮:৫৯ 35 ভিউ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। খবর পাওয়া গেছে, আগামী ১১ জুন তার বিরুদ্ধে দায়ের করা আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। একইদিন তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান খান ও তার স্ত্রীর জন্য ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে চিহ্নিত হবে। তিনি আরও জানিয়েছেন, ওইদিন আদালত তাদের জামিন প্রদান করতে পারে। তবে কেন এই দিনটি এত গুরত্বপূর্ণ হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এর আগেই পাকিস্তানের হাইকোর্ট ওই মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করেন। পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবেলটি

ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাওয়ায় আদালত এই তারিখ ঠিক করেন। গওহর আলী খান আরওয়াই নিউজকে জানিয়েছেন, ইমরান খানের নেতৃত্বে তারা অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে একত্রে একটি বৃহৎ আন্দোলন শুরু করবেন। এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, ঈদুল আজহার পর তারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর ২০২৩ সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানো ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলায় দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ করেছে,

ইমরান খান এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে এসব অভিযোগ ইমরান খান সবসময় অস্বীকার করে আসছেন। সূত্র : ইকোনোমিক টাইমস এবং বিজনেজ টুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি