সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল – ইউ এস বাংলা নিউজ




সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৮:০২ 21 ভিউ
সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকের মজুরি সর্বোচ্চ ২২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে একজন দিনমজুর সরকারি কাজে দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক, যা এতদিন ৫৭৫ থেকে ৬০০ টাকার মধ্যে ছিল। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, দপ্তর, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জরুরি সম্পাদনের জন্য সম্পূর্ণ সাময়িকভাবে দৈনিকভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের জন্য ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী সরকার সাময়িক শ্রমিকের দৈনিক মজুরির হার পুনঃনির্ধারণ করেছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় একজন শ্রমিকের মজুরি হবে ৮০০ টাকা। এতদিন এ এলাকায় নিয়মিত

দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৭৫ টাকা। বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় শ্রমিকের মজুরি দৈনিক ৭৫০ টাকা। এতদিন যা ছিল ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। মজুরি বাড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ধরা হয়েছে ৭০০ টাকা। এতদিন এসব এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫৫০ টাকা, আর অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরি ছিল ৫০০ টাকা ছিল। এক্ষেত্রেও মজুরি বাড়ছে ১৫০ থেকে ২০০ টাকা। পরিপত্রে বেশকিছু শর্তের কথাও উল্লেখ করা হয়। এগুলো হচ্ছে- ১। দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী শ্রমিক নিয়োজন, মজুরি প্রদান

এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতসহ অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে। ২। শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে। ৩। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থার অনুকূলে বাজেটে দেওয়া বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। ৪। উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিকভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না। ৫। এ বিষয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং এ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জনমানুষ আওয়ামী লীগের কাছে আরো বেশি কিছু চায় মিয়ানমারের রাখাইন রাজ্য, রোহিঙ্গা সংকট: বাংলাদেশ কি একটি মানবিক করিডোর সুবিধা দেবে? আদানি পাওয়ার বকেয়া বিল পরিশোধের দাবি জানালো সরকারের কাছে বৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও প্রধান উপদেষ্টা হয়েই ‘গ্রামীণ’ পাচ্ছে একের পর এক সুবিধা, স্বার্থের সংঘাতের প্রশ্ন ‘অভিমানি’ বিএনপি-কে মানানোর চেষ্টা ‘দিশেহারা’ ইউনুস-এর মানচিত্র অক্ষুণ্ন রাখবে বাংলাদেশ সেনাবাহিনী, কারও ভয়ে ভীত হয়ে নয় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: ইউরোপীয় সংগঠনগুলোর কাছে জরুরি পদক্ষেপের আহ্বান ওবায়দুল কাদেরের বিবৃতিঃ তীব্র ক্ষোভে, রাগে, গালাগালিতে ঘৃণাভরে প্রত্যাখ্যান তৃনমূলের নেতাকর্মিদের ‘জেলে ভরতে হবে ইউনুসকে,’ বিস্ফোরক তসলিমা, কারণগুলিও জানালেন লেখিকা ডাকাত সর্দার ‘বোচা হালিম’ গ্রেফতার পুরুষের প্রাণঘাতী প্রোস্টেট ক্যানসার: লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অভিবাসী আটক আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি সিদ্ধিরগঞ্জে ৯ পশুর হাট অনুমোদন রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে বহিষ্কার ইয়াবা ও গাঁজাসহ নারী গ্রেফতার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান