মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৫:০৪ 78 ভিউ
হঠাৎ করে বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের চুক্তির ঘোষণা আসে। বুধবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি মৌসুমের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানিয়েছে। আর এই ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গিয়েছিল, চুক্তির ব্যাপারে অবগত নন তারা। অস্ট্রেলিয়ান ওপেনারের পরিবর্তে দিল্লি যাচ্ছেন মুস্তাফিজ। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দিল্লির বাকি সব ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন না কাটার মাস্টার। তাকে শেষ দুই ম্যাচে খেলার ছাড়পত্র দিচ্ছে বিসিবি। শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে। বুধবার দুই গ্রæপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিরা গেছেন

সন্ধ্যার পর। মুস্তাফিজ যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন, তখনই দিল্লিতে সুযোগ পাওয়ার বিষয়টি সামনে আসে। শুরুতে মুস্তাফিজের অনাপত্তিপত্র নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন,‘ তিনি (মুস্তাফিজ) এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না। মুস্তাফিজ সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবেন।’ বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। অন্য দিকে আইপিএলে দিল্লির ১৮ মে ম্যাচ আছে। যেটা মুস্তাফিজ খেলতে পারবেন না। তবে ২১মে

মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন তিনি। দিল্লি আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে আছে। যার অর্থ তাদের প্লে অফে খেলার সুযোগ আছে তাদের। ২৯ ও ৩০ মে এবং ১ জুন হবে প্লে অফের তিন ম্যাচ। দিল্লি প্লে অফে গেলে মুস্তাফিজ সেখানে খেলার ছাড়পত্র পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ২৭ মে থেকে আবার বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ আছে। মুস্তাফিজকে ওই সফরের দলে রাখা হতে পারে। মুস্তাফিজের পুরো মৌসুমের বেতন ধরা হয়েছে ৬ কোটি রুপি। যেহেতু তিনি প্রাথমিকভাবে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ওই দুই ম্যাচ থেকে প্রায় সাড়ে ৮৫ লাখ রুপি পাবেন তিনি। যা প্রায় ১ কোটি ২০

লাখ টাকার সমান। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি২০ সিরিজ। এদিকে, আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। এই সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন কাটার মাস্টার। ৮ দিন পর আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না।

তাতে কিছুটা হলেও টুর্নামেন্টের জৌলুশ কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার! ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি নির্মাণ কারখানা ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ ‘জুলাই সনদ’ কড়চা এবং অতঃপর … আজ সংবিধান দিবসঃ বাংলাদেশের সংবিধানের পটভূমি বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা রপ্তানি পতন অব্যাহত: অক্টোবরে ৭.৪৩% কমে ৩.৬৩ বিলিয়ন ডলার, আমদানিও নেমে আসছে ধীরে ধীরে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক চীনের দিকে ঝোঁকার কারণে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা