এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? – ইউ এস বাংলা নিউজ




এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৯:৪১ 11 ভিউ
এসএ গেমসের বাকি আর মাত্র সাত মাস। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে বসবে এবারের আসর। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর গেমস আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। তবে গেমসের জন্য কবে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ, জানা নেই কারোর। সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর গেমসের প্রস্তুতিতে নেমে পড়বে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৯ নেপাল এসএ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়ে সর্বাধিক ১৯টি স্বর্ণ, ৩৩টি রুপা ও ৯০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এখনই প্রস্তুতি শুরু করা প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আগে গেমসের প্রস্তুতির সব দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পালন করলেও এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিভাবক

সংস্থা ক্রীড়া পরিষদের ওপর। সূত্র বলছে, ঈদুল আজহার পর সাফল্যের নিরিখে এগিয়ে থাকা একক ইভেন্টের ডিসিপ্লিনগুলো দিয়ে গেমসের প্রস্তুতি শুরু হবে। দলীয় ইভেন্টের প্রস্তুতি শুরু হবে আরও পরে। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বিওএ সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এই দায়িত্ব দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে কৃতার্থ করেছেন। আমি সম্মানিত বোধ করছি আমাদের ওপর আস্থা রাখার জন্য। বিওএ’র কাছ থেকে চিঠি পেলেই কাজ শুরু করে দেব।’ বিওএ’র মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির বলেন, ‘গেমসের প্রস্তুতির দায়িত্ব সংক্রান্ত চিঠি আমরা এখনো ক্রীড়া পরিষদকে দিতে পারিনি। সামনের সপ্তাহে চিঠি দিতে পারব বলে আশা করছি।’ পাকিস্তান এসএ গেমসের জন্য মনোনীত শেফ

দ্য মিশন সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে অনুশীলন ও আর্থিক যাবতীয় বিষয় জাতীয় ক্রীড়া পরিষদ দেখবে-এটাই বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় অনাহারে অপুষ্টিতে ৫৭ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের নয়া মেরুকরণের পথে রাজনীতি বিদেশে পাচারের টাকা দেশে আনতে ১১ চ্যালেঞ্জ ফররুখ আহমদের স্মৃতিধন্য বসতভিটা ধ্বংসের পথে এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব ছাত্রাবাসে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে রমরমা মামলা বাণিজ্য নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা? ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা বেতন-পদোন্নতি নিয়ে চিকিৎসকদের সুখবর দিল সরকার গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪২ খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি প্রথা ভেঙে ট্রাম্পকে সম্মান জানালেন সৌদি যুবরাজ নমনীয় পদক্ষেপে বাংলাদেশ পাচ্ছে আইএমএফের ঋণ ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা