এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? – ইউ এস বাংলা নিউজ




এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৯:৪১ 58 ভিউ
এসএ গেমসের বাকি আর মাত্র সাত মাস। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে বসবে এবারের আসর। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর গেমস আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। তবে গেমসের জন্য কবে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ, জানা নেই কারোর। সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর গেমসের প্রস্তুতিতে নেমে পড়বে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৯ নেপাল এসএ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়ে সর্বাধিক ১৯টি স্বর্ণ, ৩৩টি রুপা ও ৯০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এখনই প্রস্তুতি শুরু করা প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আগে গেমসের প্রস্তুতির সব দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পালন করলেও এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিভাবক

সংস্থা ক্রীড়া পরিষদের ওপর। সূত্র বলছে, ঈদুল আজহার পর সাফল্যের নিরিখে এগিয়ে থাকা একক ইভেন্টের ডিসিপ্লিনগুলো দিয়ে গেমসের প্রস্তুতি শুরু হবে। দলীয় ইভেন্টের প্রস্তুতি শুরু হবে আরও পরে। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বিওএ সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এই দায়িত্ব দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে কৃতার্থ করেছেন। আমি সম্মানিত বোধ করছি আমাদের ওপর আস্থা রাখার জন্য। বিওএ’র কাছ থেকে চিঠি পেলেই কাজ শুরু করে দেব।’ বিওএ’র মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির বলেন, ‘গেমসের প্রস্তুতির দায়িত্ব সংক্রান্ত চিঠি আমরা এখনো ক্রীড়া পরিষদকে দিতে পারিনি। সামনের সপ্তাহে চিঠি দিতে পারব বলে আশা করছি।’ পাকিস্তান এসএ গেমসের জন্য মনোনীত শেফ

দ্য মিশন সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে অনুশীলন ও আর্থিক যাবতীয় বিষয় জাতীয় ক্রীড়া পরিষদ দেখবে-এটাই বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ৪ জেলায় বন্যার আশঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হলো সারা দেশে! ঋণের দায়ে চার মৃত্যু, ধার করে চল্লিশা সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’ মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল মেট্রোরেলের টিকিট ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে নয়ছয় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ