এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? – ইউ এস বাংলা নিউজ




এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৯:৪১ 44 ভিউ
এসএ গেমসের বাকি আর মাত্র সাত মাস। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে বসবে এবারের আসর। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর গেমস আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। তবে গেমসের জন্য কবে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ, জানা নেই কারোর। সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর গেমসের প্রস্তুতিতে নেমে পড়বে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৯ নেপাল এসএ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়ে সর্বাধিক ১৯টি স্বর্ণ, ৩৩টি রুপা ও ৯০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এখনই প্রস্তুতি শুরু করা প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আগে গেমসের প্রস্তুতির সব দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পালন করলেও এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিভাবক

সংস্থা ক্রীড়া পরিষদের ওপর। সূত্র বলছে, ঈদুল আজহার পর সাফল্যের নিরিখে এগিয়ে থাকা একক ইভেন্টের ডিসিপ্লিনগুলো দিয়ে গেমসের প্রস্তুতি শুরু হবে। দলীয় ইভেন্টের প্রস্তুতি শুরু হবে আরও পরে। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বিওএ সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এই দায়িত্ব দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে কৃতার্থ করেছেন। আমি সম্মানিত বোধ করছি আমাদের ওপর আস্থা রাখার জন্য। বিওএ’র কাছ থেকে চিঠি পেলেই কাজ শুরু করে দেব।’ বিওএ’র মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির বলেন, ‘গেমসের প্রস্তুতির দায়িত্ব সংক্রান্ত চিঠি আমরা এখনো ক্রীড়া পরিষদকে দিতে পারিনি। সামনের সপ্তাহে চিঠি দিতে পারব বলে আশা করছি।’ পাকিস্তান এসএ গেমসের জন্য মনোনীত শেফ

দ্য মিশন সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে অনুশীলন ও আর্থিক যাবতীয় বিষয় জাতীয় ক্রীড়া পরিষদ দেখবে-এটাই বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর… গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে হতাশ হয়ে মিশরের হুমকি ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার অন্যান্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে ট্রাম্পের নির্দেশনা জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতির আহ্বান পূজা পরিষদের আগামী ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস আর্থিক অন্তর্ভুক্তি সূচকে পেছাল বাংলাদেশ আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২ লাগাতার অনশনের ‘হুঁশিয়ারি’ প্রাথমিকের শিক্ষকদের গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৬৪ গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫ তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪ ভারতের তেল শোধনাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা গোপালগঞ্জে বাড়ল কারফিউর মেয়াদ নগ্ন নারীর ছবি এঁকে ট্রাম্পের শুভেচ্ছা, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ভারতীয় নারী আটক