
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে হতাশ হয়ে মিশরের হুমকি

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

অন্যান্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করতে ট্রাম্পের নির্দেশনা

লাগাতার অনশনের ‘হুঁশিয়ারি’ প্রাথমিকের শিক্ষকদের

তুরস্কে আইএস সন্দেহে গ্রেপ্তার ১৫৩ জন

ভারতের তেল শোধনাগারের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা
যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত, ইরানের হুঁশিয়ারি

ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এবং কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।
রোববার হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ-সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।
এদিন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগর এলাকা ঘিরে তার এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন।
বাকেরি এ সময় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী
যেকোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না’। ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ‘ইমামত’-এর কমান্ডারদের উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। উল্লেখ্য, সম্প্রতি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন ১,২০০ জনেরও বেশি। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তারা। সূত্র: মেহের নিউজ
যেকোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেব না’। ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ‘ইমামত’-এর কমান্ডারদের উদ্দেশে তিনি বলেন, এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। উল্লেখ্য, সম্প্রতি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন ১,২০০ জনেরও বেশি। বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান ইরানি কর্মকর্তারা। সূত্র: মেহের নিউজ