বেন-গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




বেন-গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ | ১১:৪৬ 37 ভিউ
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ‘ইয়াফা’ ড্রোন দিয়ে তেলআবিবে সফল হামলা চালিয়েছে। আনসারুল্লাহ (হুথি) নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা মেহের’র। ইয়েমেনি মুখপাত্র বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারির ভাষায়, ‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়

এবং প্রায় এক ঘণ্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়’। দখলদার ইসরাইলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের ওপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইয়াহিয়া সারি জানান, ‘দখলকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়’। এদিকে, টাইমস অব ইসরাইল জানায়, ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে মধ্য ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বিমান প্রতিরক্ষা

ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি এই হামলায় সরাসরি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। ইয়েমেনের হামলা প্রসঙ্গে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সতর্ক করে বলেছেন, ইসরাইল অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। এক বিবৃতিতে তিনি বলেন, হুথিরা ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা ইয়েমেন এবং অন্য কোথাও প্রয়োজনে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ স্ত্রীর ভুল চিকিৎসায় হাত-পা হারালেন শিশু তানভির, চিকিৎসক আটক ব্রহ্মপুত্রের উৎসে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ শুরু চীনের ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক মহড়া তাইওয়ানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কারের পথে প্লাস্টিকের বিকল্প “বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়