ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭
গাজায় প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কা : ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি!
শ্রীনগরের জঙ্গিদের থেকে জব্দকৃত অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদে বিস্ফোরণ: নিহত ৯, আহত ২৯
ট্রাম্পের চেষ্টায়ও থামছে না ইউক্রেন যুদ্ধ, পুতিন আসলে কী চান
যুক্তরাষ্ট্রের ‘গাজা পরিকল্পনা’র মধ্যেই জাতিসংঘে রাশিয়ার পাল্টা প্রস্তাব
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে প্রবাসী বাংলাদেশীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের
কখন ভারতে হামলা করবে পাকিস্তান?
ভারতশাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ভারতীয় গণমাধ্যগুলোতে বলা হয়েছিল, হামলাটি পাকিস্তান করেছে। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ঘোষণা দিয়ে হামলা করবে না। যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে। তবে কখন এবং কীভাবে হামলা হবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।
গত ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা করে ভারত। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়। পাকিস্তান বলছে, এতে নারী ও শিশুও নিহত হয়েছে। ভারত বলছে, ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা করেছে তারা। তবে পাকিস্তানের দাবি, বেছে বেছে মসজিদে হামলা করা
হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এ হামলা করেছে বলে দাবি করা হয়েছে। প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনো হামলা হয়নি। জিও নিউজ বলছে, গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আজ পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। হামলা আদৌ হবে কি-না এ ব্যাপারে এর আগে ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, পাকিস্তানে ভারতের এবারের হামলা ২০১৯ সালের তুলনায় ব্যাপক। পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে। হামলা
কোথায় হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন আল-জাজিরাকে বলেছেন, পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না। কারণ পারস্পারিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই।
হয়েছে। গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই ভারত পাকিস্তানে এ হামলা করেছে বলে দাবি করা হয়েছে। প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে। পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিশোধ নেওয়ার আশ্বাস দিলেও এখনো হামলা হয়নি। জিও নিউজ বলছে, গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আজ পাকিস্তানের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে। হামলা আদৌ হবে কি-না এ ব্যাপারে এর আগে ওয়াশিংটনভিত্তিক দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক ও লেখক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, পাকিস্তানে ভারতের এবারের হামলা ২০১৯ সালের তুলনায় ব্যাপক। পাকিস্তানের পক্ষ থেকেও একটি বড় প্রতিক্রিয়া আসতে পারে। হামলা
কোথায় হবে এ বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইন আল-জাজিরাকে বলেছেন, পাকিস্তান ভারতশাসিত কাশ্মীরের বাইরে হামলা করবে না। কারণ পারস্পারিক সংঘাত বাড়ানোর ইচ্ছা পাকিস্তানের নেই।



