আর্সেনালের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের খুব কাছে পিএসজি – ইউ এস বাংলা নিউজ




আর্সেনালের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের খুব কাছে পিএসজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ৯:৫২ 8 ভিউ
২০১৭ সালে বার্সেলোনার কাছ থেকে নেইমারকে ‘ছিনতাই’, কিংবা সে বছরই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা পুঁচকে কিলিয়ান এমবাপ্পেকে বিশাল অর্থ ব্যয় করে দলে টেনে নেওয়া, কিংবা বছর চারেক আগে লিওনেল মেসিকে দলে ভেড়ানো। এতোশত কিছু পিএসজি করেছিল একটা আশাতেই, একটা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সে আশা তাদের পূরণ হয়নি, বারদুয়েক খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। সময়ের পরিক্রমায় সে চাঁদের হাটও নেই এখন আর। চাঁদের হাট না থাকলে কী হবে, যে লক্ষ্যে ওসব করা, সে খোদ চাঁদটাই যদি ঘরে নেমে আসে পিএসজির, তাহলে তো সব ল্যাটা চুকে যায়! না, পিএসজির ঘরে চাঁদ নেমে আসেনি। তবে খুব কাছাকাছি আরও একবার চলে এসেছে কোচ

লুইস এনরিকের দল। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে মোট ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কেটেছে দলটা। সেমিফাইনালের এই লড়াই এক সুতোয় গেঁথেছিল পিএসজি আর আর্সেনালকে। দুই দলই একবার করে খুব কাছে চলে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার। তবে দুই দলকেই ফিরতে হয়েছে রিক্ত হাতে। এবারের লড়াইটা ছিল পুরোনো সে দুঃখ ভোলার আরও একটু কাছে চলে যাওয়ার। নিজেদের মাঠ এমিরেটসে হেরে লড়াইয়ে আগেই পিছিয়ে ছিল আর্সেনাল। প্রণয়ের নগরী প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগকে আর পরিণয়ে রূপ দিতে পারেনি দলটা। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সে ম্যাচের ২৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান

তিনি। এর আগে আর্সেনাল বেশ কয়েকটি আক্রমণ করেছিল, তবে গোলরক্ষক জানলুইজি ডোনারুম্মা অসাধারণ সেভ করে সব আক্রমণ নস্যাৎ করে দেন। সেমিফাইনালের এই লড়াই এক সুতোয় গেঁথেছিল পিএসজি আর আর্সেনালকে। দুই দলই একবার করে খুব কাছে চলে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার। তবে দুই দলকেই ফিরতে হয়েছে খালি হাতে। এবারের লড়াইটা ছিল পুরোনো সে দুঃখ ভোলার আরও একটু কাছে চলে যাওয়ার। এরপরও আর্সেনাল ম্যাচে ফেরার টনিক পেয়ে গিয়েছিল মাঝপথে। পিএসজি পেনাল্টি পেয়ে গিয়েছিল, যা নিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা রেগেও গিয়েছিলেন। তবে শেষমেশ ভিতিনিয়ার নেওয়া সে পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক ডেভিড রায়া। সে টনিকটা আর্সেনাল কাজে লাগাতে পারেনি। বরং পিএসজিই সে ধাক্কা সামলে নিয়ে

গোল করে বসে আরও একটা। বদলি হিসেবে মাঠে নামা উসমান দেম্বেলের বাড়ানো বল থেকে আচরাফ হাকিমির গোল পিএসজির জয় নিশ্চিত করে দেয়। আর্সেনাল একটা গোল শোধ করেছিল বটে। শেষ দিকে লিয়ান্দ্রো ত্রসার পাস থেকে বুকায়ো সাকার গোলটা যতক্ষণে এলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত পিএসজিই জয় নিয়ে মাঠ ছাড়ে। ফাইনালে ৩১ মে মিউনিখে ইন্টার মিলানের মুখোমুখি হবে দলটি। ২০১৯-২০ মৌসুমে তারা ফাইনালে উঠেছিল, তবে তখন করোনার কারণে খেলা হয়েছিল ফাঁকা গ্যালারিতে। এবার প্রথমবারের মতো সমর্থকদের সামনে ফাইনাল খেলার সুযোগটা পেল পিএসজি। এবার নিশ্চয়ই দলকে ফাঁকা হাতে ফিরতে দিতে চাইবেন না কোচ লুইস এনরিকে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? বেনজীরের মেয়ে তাহসিনের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চট্টগ্রামে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল, এটি দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে: দুদু কী অভিমানে বাবা আমাকে ছেড়ে চলে গেল: এএসপি পলাশের মায়ের আহাজারি মূল্যস্ফীতি ৪-৫ শতাংশে নামানো যাবে কিভাবে, জানালেন গভর্নর ৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের ঈদে সংবাদপত্রে ৪ দিন ছুটি ও অনলাইনকর্মীদের আর্থিক প্রণোদনা দাবি কাশ্মীরের উরি সীমান্তে উত্তেজনা: নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের ‘নিরাপদ স্থানে আশ্রয়ের’ নির্দেশ আজ সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: আল-জাজিরা বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়, লাগছে বাড়তি সময় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সর্বাত্মক যুদ্ধ ইসলামী ব্যাংকের সঞ্চিতি ঘাটতি বেড়ে ৭০ হাজার কোটি টাকা বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন সীমান্তে পরিচয়পত্রহীন ৯৬ জনকে পুশইন সচিবালয় সংযুক্ত পরিষদের আজ প্রতিবাদ সভা ভারত ও পাকিস্তানের সংঘাত খুবই ভয়াবহ, তারা থামুক: ট্রাম্প প্রতিবেশী দেশগুলোয় বড় প্রভাবের শঙ্কা