‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন – ইউ এস বাংলা নিউজ




‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ৫:০৯ 5 ভিউ
হ্যারি কেইনের টটেনহ্যাম ক্যারিয়ারের দিকে তাকালে আফসোসই লাগবে। ২০১৪-১৫ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত স্পার্সদের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। কোন মৌসুমে ২০ গোলের নিচে করেননি। অথচ কোন শিরোপা তিনি জিততে পারেননি। লিগে কখনো দুইয়ে শেষ করেছে টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেও হতাশ হতে হয়েছে। জাতীয় দলের হয়েও একই হতাশা ভর করেছে। বিশ্বকাপে সেমিফাইনালে, ইউরোয় ফাইনালে গিয়ে হৃদয় ভেঙেছে। ওই কেইন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দেন। যে বায়ার্নের প্রতি বছর অন্তত দুই-তিনটা শিরোপা জয় অবধারিত থাকে। কেইন বায়ার্নে যোগ দিতেই যেন সাগর শুকিয়ে যায় দলটির। ওই মৌসুমে কোন শিরোপাই জেতেনি বাভারিয়ানরা। অবশেষে অভিশপ্ত কেইনের মুক্তি মিলেছে। শীর্ষ পর্যায়ে ক্যারিয়ারে ১৫ বছর

কাটানোর পর শিরোপার স্বাদ পেলেন তিনি। তার নামের পাশে লেখা গেল চ্যাম্পিয়ন। রোববার রাতে বায়ার লেভারকুসেন ২-২ গোলে ফ্রাইবুর্গের বিপক্ষে ড্র করলে বায়ার্ন জিতেছে ৩৩তম বুন্দেসলিগা। আর কেইন ক্যারিয়ারের প্রথম। এই শিরোপা জয়ের সুযোগ গত শনিবার এসেছিল বায়ার্নের সামনে। দলটি তখন শিরোপা উদযাপনের ক্ষণ গুনছে, কেইনও অপেক্ষায়। ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ বাঁশির আগে লাইপজিগ ম্যাচে ৩-৩ গোলের সমতা করে কেইনের অপেক্ষা বাড়ায়। জার্মান লিগে ২টি করে ম্যাচ বাকি আছে বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেনের। বায়ার্ন তুলেছে ৭৬ পয়েন্ট। লেভারকুসেন ৬৮। ৮ পয়েন্টে বায়ার্ন এগিয়ে থাকায় শেষ দুই ম্যাচে তারা হারলেও শিরোপা হারানোর শঙ্কা নেই।

মৌসুম জুড়ে অবশ্য হ্যারি কেইন বায়ার্নের জার্সিতে দারুণ খেলেছেন। লিগে সর্বোচ্চ ২৪ গোল তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান রাজধানীতে যানজট এড়াতে যে নির্দেশনা দিল ডিএমপি ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর বৈদেশিক ঋণে প্রাধান্য চীনের এনডিবি বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরাইল গাজার শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরাইলের সেনারা গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ছয় ধাপ পেছাল পাকিস্তান গাজার শিশুদের পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের কর্মবিরতিতে পৌনে ৪ লাখ শিক্ষক আধিপত্যের দ্বন্দ্বে টেঁটা বল্লমে ক্ষতবিক্ষত ৫০ জন চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকি, কলাবাগান থানার ওসিসহ বরখাস্ত ৩ ‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন না ট্রাম্প হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর