ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর – ইউ এস বাংলা নিউজ




ফিরেই রেকর্ড গড়লেন রিশাদ, তবু হারল লাহোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৯:২৩ 45 ভিউ
টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে লাহোর কালান্দার্সের একাদশে ফিরেছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ফিরেই বল হাতে দায়িত্বশীল বোলিং করেছেন তিনি, গড়ে ফেলেছেন রেকর্ডও। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করে লাহোর তোলে ১৬০ রান ৫ উইকেট হারিয়ে। দলের হয়ে ফখর জামান ৫১, মোহাম্মদ নাইম ৬৫ এবং আবদুল্লাহ শফিক ১৮ রান করেন। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে করাচিকে লক্ষ্য দেওয়া হয় ১৬৮ রান। লক্ষ্য রক্ষায় শুরুতে লাহোরের হয়ে বল হাতে আসেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ

উইকেট নেন তিনি। করাচির ব্যাটার জেমস ভিন্স ১২ বলে ১৩ রান করে সীমানায় ধরা পড়েন সিকান্দার রাজার হাতে। তাতেই তিনি বনে যান পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি বোলার। সে ওভারে রিশাদ দেন মাত্র ৭ রান। তবে দ্বিতীয় ওভারে কিছুটা চাপের মুখে পড়েন তিনি। পাকিস্তানি ব্যাটার সাদ বেগ তার ওপর চড়াও হন। এক চার ও এক ছক্কায় ওভারটি থেকে তুলে নেন ১৩ রান। এরপরও রিশাদ দমে যাননি। শেষ ওভারে আবারও দুর্দান্ত বোলিং করেন। ৮ রান দেন, উইকেট না পেলেও রান চেপে ধরেন। মোট তিন ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রিশাদ। বিশেষ করে যখন ম্যাচে করাচির প্রয়োজন ছিল ৫ ওভারে ৬৬

রান, তখন রিশাদের ওভারটি ছিল গুরুত্বপূর্ণ। ওই সময় তিনি দেন মাত্র ৮ রান, যা লাহোরের জন্য খানিকটা স্বস্তি নিয়ে আসে। তবে রিশাদের সেই চেষ্টাকে ম্লান করে দেন লাহোরের পেসার হারিস রউফ। তার ১৪তম ওভারেই করাচি তুলে নেয় ২০ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে ড্যারিল মিচেল মোহাম্মদ নবিকে আউট করলেও তখন আর কাজ হয়নি। করাচি জিতে নেয় ম্যাচটি ৫ বল হাতে রেখেই। লাহোরের পক্ষে রিশাদ ছাড়াও বল হাতে লড়াই করেছেন ড্যারিল মিচেল। কিন্তু করাচির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইরফান খান নিয়াজি। মাত্র ২১ বলে ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শুরুতে ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার্ট দুজনেই

করেন ২৪ রান করে। করাচির বোলিংয়ে উজ্জ্বল ছিলেন আব্বাস আফ্রিদি, ৪ উইকেট নেন তিনি। এছাড়া মির হামজা, হাসান আলি ও আমের জামাল নেন একটি করে উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন ৭ বছর পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো বদিকে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলেনস্কির, প্রস্তুত পুতিন পর্যটন খাতে অবহেলা, ক্ষুব্ধ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা কে এই হিকমাত আল হিজরি কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন, পদত্যাগ করলেন সেই সিইও ৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ যুদ্ধবিরতির পরেও সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত সিরিয়ায় পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের দেশে ফিরতে কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি কোনোরকমে একশ’ ছুঁয়ে অলআউট পাকিস্তান জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয় : দুদক স্বজনরা রাজি না হওয়ায় লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি: হাসপাতাল কর্তৃপক্ষ চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত দুইবার নিবন্ধনের আবেদন করা ভোটারদের ইসির নির্দেশনা ৭ বিয়ে করা রবিজুল মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার তুলে নেওয়া হলো গোপালগঞ্জের কারফিউ ও ১৪৪ ধারা