চুল ও ত্বকের জন্য বেল কতটা উপকারী – ইউ এস বাংলা নিউজ




চুল ও ত্বকের জন্য বেল কতটা উপকারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৩:৫৮ 45 ভিউ
গরমের সময়ে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত; আহ প্রাণটা জুড়িয়ে যায়। তাপপ্রবাহের অস্বস্তি ও রোদের জ্বালাপোড়া ভাব— একমুহূর্তে সব দূর করে দিতে পারে এক গ্লাস বেলের ঠান্ডা শরবত। পুষ্টিগুণে ভরপুর বেল যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা বলে শেষ করা যাবে না। এই বেল পেটে পড়লে চুল ও ত্বকও ঔজ্জ্বল্য ফিরে পায়, তা কি আপনি জানেন? বেলে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বকের সংক্রমণ রুখে দিতে পারে। আর ত্বকের একাধিক রোগ নিরাময় করারও ক্ষমতা রয়েছে বেলের। সেই সঙ্গে চুলেরও অনেক রোগের সঙ্গে লড়াই করতে পারে বেল। জেনে নিন ত্বকের জন্য বেল কেন জরুরি— ত্বকের র্যাশ দূর করে বেল। বেলগাছের মধ্যে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল,

অ্যান্টি-ফাঙ্গাল, ও অ্যান্টি-ইনফ্লেমেটরিতে প্রদাহনাশক গুণ রয়েছে বলে তা ত্বকের স্বাস্থ্যরক্ষার জন্য খুব কার্যকরী। শুধু বেল নয়, বেলের পাতা ও বেলের তেল ক্ষতিকারক ছত্রাককে ধ্বংস করতে সাহায্য করে। ফলে সংক্রমণের হাত থেকে বাঁচানো যায় ত্বককে। বেল ত্বকের র্যাশ ও চুলকানি কমাতেও সাহায্য করে। আর ত্বকে প্রদাহ নাশ করে বেল। বেলের শিকড়, গাছের খোসা, পাতায় থাকে অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ফাঙ্গাল ও প্রদাহনাশক, তা ত্বকের জন্য উপকারী। ত্বকে লাল ভাব দেখা দিলে অথবা ফুলে গেলে বেল খেতে পারেন। এসব সমস্যা সারিয়ে দিতে পারে বেল। এ ছাড়া কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে বেল। বেলের রসে রয়েছে ভিটামিন 'সি' ও অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে পারে বলে বেল খেলে

ত্বকে ঔজ্জ্বল্য ফিরে আসে। এর পাশাপাশি বয়সের ছাপও খুব দ্রুত পড়ে না। এদিকে চুলের জন্য বেল ভীষণ উপকারী। সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে তো অবদান রয়েছেই। তবে প্রাচীনকাল থেকেই চুলকে মজবুত করতে বেলের ব্যবহার লক্ষ করা যায়। বেলগাছের অ্যান্টি-মাইক্রোবায়াল বৈশিষ্ট্যের ফলে ফলিকিউলাইটিস, চুলকানি, খুশকির মতো মাথার ত্বক ও চুলের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। এটি প্রয়োজনীয় পুষ্টির জোগান দিয়ে চুলের ফলিকলগুলোকে সক্রিয় করে তোলে। মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে। গোড়া থেকে আগা পর্যন্ত মজবুত করে চুলকে। স্ট্রেস হরমোনের নিঃসরণ স্বাভাবিক করে, সেই সঙ্গে মানসিক চাপের কারণে চুল পড়ার সমস্যা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮ থানায় হামলা চালিয়ে ২ আসামি ছিনতাই-ভাঙচুর, পুলিশসহ আহত ২০ পশ্চিম তীরকে দখল করতে নেতানিয়াহুকে ১৪ ইসরাইলি মন্ত্রীর চিঠি দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের হামাসের ‘চিহ্ন’ রাখতে চান না নেতানিয়াহু এবার আইনের ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, লোমহর্ষক বর্ণনা সৌদিতে বসছে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তিন দশক ধরে চলা ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ পর্বে কী থাকছে? আমির খানের বিয়ে ভেঙে দেন পাকিস্তানি ক্রিকেটার! ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা উপত্যকার ৮৫ শতাংশ এলাকা: জাতিসংঘ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের জন্য সুখবর সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ তিন দিন অপেক্ষায় থাকতে হলো না, ইতিহাস গড়া হয়ে গেল বাংলাদেশের ইউএসএআইডির দরজা পুরোপুরি বন্ধ ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ ‘বিতর্কিত’ স্ট্যাটাস দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি চাকরিচ্যুত ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা ১৩ ম্যাচে যা করতে পারেনি বাংলাদেশ, তা-ই করে দেখানোর সুযোগ