৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের – ইউ এস বাংলা নিউজ




৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি রশিদ খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ৫:৪০ 55 ভিউ
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে হারিয়ে খুঁজছেন রশিদ খান। বোলিংয়ে আগের মতো ধার নেই। এর মধ্যে শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে বল হাতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটাই কাটালেন গুজরাট টাইটান্সের এই স্পিনার। এদিন ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন রশিদ, ছিলেন উইকেটশূন্য। এদিন নিজের প্রথম ওভারে দুই ছক্কায় দেন ১৫ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে তিন ছক্কা হজম করে খরচ করেন ২১ রান। পরিসংখ্যান বলছে, ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন খরুচে বোলিং আর করেননি এই আফগান তারকা। এদিন ওভারপ্রতি রান ১৬.৬৬ খরচ করেছেন রশিদ। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে

ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার আর নেই। গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। তার আগের সবচেয়ে খরুচে অভিজ্ঞতা ছিল সেটি। গোটা টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক ম্যাচে রান দেওয়ার ফিফটির ঘটনা আগে স্রেফ সাতবার ছিল তার। প্রতিবারই পুরো চার ওভার বোলিং করেছেন। এবারই প্রথম তিন ওভারেই ফিফটি গুনলেন। অন্তত তিন ওভার বোলিংয়ে তার আগের খরুচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রান দেওয়া। রশিদের এমন দুঃস্বপ্নের দিনেও অবশ্য ঠিকই হায়দরাবাদের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে তার দল গুজরাট। আগে ব্যাট করে গিল-বাটলারের ফিফটিতে ৬ উইকেটে ২২৪ রান

তোলেন রশিদরা। তবে ২২৫ রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করেও ৬ উইকেটে ১৮৬ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন ৭ বছর পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো বদিকে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলেনস্কির, প্রস্তুত পুতিন পর্যটন খাতে অবহেলা, ক্ষুব্ধ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা কে এই হিকমাত আল হিজরি কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন, পদত্যাগ করলেন সেই সিইও ৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ যুদ্ধবিরতির পরেও সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত সিরিয়ায় পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের দেশে ফিরতে কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি কোনোরকমে একশ’ ছুঁয়ে অলআউট পাকিস্তান জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয় : দুদক স্বজনরা রাজি না হওয়ায় লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি: হাসপাতাল কর্তৃপক্ষ চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত দুইবার নিবন্ধনের আবেদন করা ভোটারদের ইসির নির্দেশনা ৭ বিয়ে করা রবিজুল মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার