নেইমারদের ‘লাল জার্সি’ নিয়ে ব্রাজিলজুড়ে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

নেইমারদের ‘লাল জার্সি’ নিয়ে ব্রাজিলজুড়ে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ৫:০৬ 78 ভিউ
‘আমাদের পতাকা কখনোই লাল হবে না!’ — সাবেক কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমলে এই স্লোগান ছিল ব্রাজিলের ডানপন্থিদের অন্যতম স্লোগান। তবে শিগগিরই ‘লাল জার্সি’ হয়ে উঠতে পারে তাদের ফুটবল দলের জাতীয় প্রতীক। এমন খবর ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও ক্রীড়াবিষয়ক বিতর্ক ও ক্ষোভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলের জন্য একটি গাঢ় লাল (ক্রিমসন) জার্সি প্রকাশ করতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর এতেই ডানপন্থিদের মধ্যে শুরু হয়েছে আগুন জ্বালানো ক্ষোভ। কারণ, লাল রঙটি মূলত ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, তার ওয়ার্কার্স পার্টি (পিটি)

এবং ভূমিহীন কৃষক আন্দোলনের (এমএসটি) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এ নিয়ে বলসোনারোর ঘনিষ্ঠ ও মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক ভিডিওতে সম্ভাব্য লাল জার্সির একটি ডিজাইন মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, ‘আমাদের দলের জার্সি কখনোই লাল হবে না, আমাদের দেশও না’। বলসোনারোর ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেন, ‘আমাদের পতাকা লাল নয় — কখনোই হবে না’। শুধু ডানপন্থি নন, ফুটবল প্রেমীরাও বিরক্ত কেবল বলসোনারো-পন্থিরাই নয়, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বহু ফুটবল অনুরাগীও প্রস্তাবিত এই পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মূলত ব্রাজিল ফুটবল দলের জার্সির ঐতিহ্যবাহী রঙ হলুদ এবং অ্যাওয়ে জার্সির রঙ নীল। যা ১৯৫৮ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। তবে আসন্ন বিশ্বকাপ থেকে

সেই নীল রঙের পরিবর্তে লাল রঙের জার্সি চালুর প্রস্তাবনা দিয়েছে সিবিএফ। যদিও তাদের এই প্রস্তাবনাকে ‘অস্বাভাবিক’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন অনেকে। বিশ্ববিখ্যাত ফুটবল বিশ্লেষক গালভাও বুয়েনো তো আরও এক কাঠি সরেস। তিনি একে ‘অপরাধ’ এবং ‘জাতীয় ফুটবল ইতিহাসের প্রতি একটি বিশাল অবমাননা’ বলে অভিহিত করেছেন। এদিকে ফুটি হেডলাইনস নামের এক ওয়েবসাইটে সোমবার লাল রঙের ওই জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে পরদিন সিবিএফ জানায়, অনলাইনে ছড়ানো লাল জার্সির ছবিটি আনুষ্ঠানিক নয়। এখনো নাইকির (ব্র্যান্ড) সঙ্গে ২০২৬ বিশ্বকাপের জার্সি নিয়ে কাজ চলছে। বামপন্থিদের প্রতিক্রিয়া অন্যদিকে দেশটির বামপন্থি ও প্রগতিশীলদের মধ্যে কেউ কেউ এই লাল জার্সিকে ইতিবাচক প্রতীক হিসেবেও দেখছেন।

বিগত এক দশকে জাতীয় দলের হলুদ রঙের জার্সিটি বলসোনারো সমর্থকদের রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। ফলে অনেক বামপন্থি তা পরতে অস্বস্তি বোধ করেন। মিলি লাকোম্ব নামে তাদেরই একজন সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি গর্ব করে লাল জার্সি পরবো। কারণ লাল মানে বিপ্লব, পরিবর্তন, সংগ্রাম, জন্ম-মৃত্যু ও পুনর্জন্ম’। ‘রঙের রাজনীতি’ ও বিভক্ত জাতি তবে বাম ঘরানার বিশিষ্ট ফুটবল লেখক জুকা কফুরি এই পরিবর্তনের বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘লাল রং ব্রাজিলের সঙ্গে সেভাবে সম্পর্কিত নয়’। যদিও তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ব্রাজিলের নাম এসেছে লাল কাঠের গাছ পাউ-ব্রাজিল থেকে এবং ১৯ শতকের প্রথমদিকে দেশের পতাকাতেও লাল রং ছিল। তিনি ধারণা করেন, এই লাল জার্সি বিতর্ক আসলে ‘একটি পরীক্ষামূলক

বেলুন’—সম্ভবত জনমত বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছড়ানো হয়েছে। পটভূমিতে চাপা পড়ছে অন্য বিতর্ক ব্রাজিলে এই জার্সি বিতর্ক এমন এক সময়ে উঠে এসেছে, যখন সিবিএফ-কে কার্লো আনচেলোত্তিকে কোচ হিসেবে না আনতে পারা এবং একটি কেলেঙ্কারি সংক্রান্ত ম্যাগাজিন রিপোর্টের মুখোমুখি হতে হয়েছে। এ নিয়ে ফুটবল লেখক কফুরি মন্তব্য করেন, ‘এই জার্সি বিতর্ক আসলে আমাদেরকে মূল ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার! ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি নির্মাণ কারখানা ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ ‘জুলাই সনদ’ কড়চা এবং অতঃপর … আজ সংবিধান দিবসঃ বাংলাদেশের সংবিধানের পটভূমি বিএনপি-এনসিপি সমঝোতায় বঞ্চিত হলো জুলাই এর নারী নেত্রীরা রপ্তানি পতন অব্যাহত: অক্টোবরে ৭.৪৩% কমে ৩.৬৩ বিলিয়ন ডলার, আমদানিও নেমে আসছে ধীরে ধীরে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক চীনের দিকে ঝোঁকার কারণে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য প্রধান রাজনৈতিক দল নিষিদ্ধ: পশ্চিমা হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন ড. ইউনুসের পতনের ডাক যুবলীগের, ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) নিয়ে ড. ইউনূসের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক: তথ্য বিকৃতি ও বিভ্রান্তির অভিযোগ ‘লাশের শহর’ ছাড়ছে নিরুপায় বাসিন্দারা