শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ অস্বীকার চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫
     ৫:০১ অপরাহ্ণ

শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ অস্বীকার চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 73 ভিউ
শুল্কসংক্রান্ত আলোচনার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ সরাসরি অস্বীকার করেছে চীন। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনবিসি নিউজ। সোমবার (স্থানীয় সময়) এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমি আবার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না। তিনি আরও জানান, ট্রাম্পের সাম্প্রতিক দাবি—যেখানে তিনি বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন—তাও ভিত্তিহীন। গুও বলেন, আমার জানা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুই প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। চীনের এই কঠোর অবস্থান ট্রাম্পের নেতৃত্বে আরোপিত ১৪৫ শতাংশ আমদানি শুল্কের জবাব হিসেবে এসেছে, যা যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের

প্রবাহে বড় আঘাত হেনেছে। যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা— এমনকি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট—জোর দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র এই শুল্কযুদ্ধে জয়ের জন্য ভালো অবস্থানে রয়েছে। তবে মার্কিন ব্যবসায়ীরা এবং বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, চীনের সঙ্গে কার্যত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়লে শিগগিরই মূল্যবৃদ্ধি, পণ্যের ঘাটতি এবং খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো পরিণতি দেখা দিতে পারে। এমন প্রেক্ষাপটে যখন ট্রাম্প দাবি করছেন, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তার প্রশাসন একাধিক দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কাজ সম্পন্ন করবে—তখন কিছু মার্কিন কর্মকর্তা চীনের সঙ্গে আলোচনার ব্যাপারে তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিচ্ছেন। রোববার সিএনএন-এ কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স বলেন, প্রতিদিনই আমাদের চীনের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তবে চীন যখন এসব অস্বীকার

করছে, তখন তিনি জানান, ওয়াশিংটনে আমাদের টিমের মতে, বিভিন্ন বাণিজ্য পণ্যের বিষয়ে আলোচনা চলছে। অন্যদিকে বেসেন্ট বলেন, চীন হয়তো ভিন্ন একটি শ্রোতাদের উদ্দেশে বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, আমাদের একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি এই চীনা শুল্কগুলো টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা হ্রাস পাবে। তবে বাণিজ্য উত্তেজনা নিরসনে চীন বলেছে, যুক্তরাষ্ট্রকে আগে তার একতরফা শুল্ক তুলে নিতে হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই সমস্যা সমাধান করতে চায়, তবে তাদের উচিত চীনের ওপর আরোপিত সব একতরফা পদক্ষেপ প্রত্যাহার করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা বাংলাদেশে সহিংসতা প্রতিরোধে জরুরি ভিত্তিতে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানালেন ড. এ. কে. আব্দুল মোমেন শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার: মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর তীব্র নিন্দা ‘অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশে গঠিত ট্রাইব্যুনাল অবিলম্বে বন্ধের দাবি’ গত কিছুদিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি—বিশেষত অর্থ উপদেষ্টা—বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বারবার বলছেন যে দেশের ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে। শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু যুক্তরাষ্ট্র সফর শেষে খুদা বখশ চৌধুরীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি, আইনি এখতিয়ার বহির্ভূত ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’