‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি – ইউ এস বাংলা নিউজ




‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ১০:০৪ 50 ভিউ
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও বিজেপি সংসদ সদস্য গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গৌতম গম্ভীর বুধবার রাজেন্দর নগর থানার এসএইচও এবং দিল্লি পুলিশের সেন্ট্রাল ডেপুটি কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়েরের অনুরোধ করেছেন। গম্ভীর অনুরোধ করেছেন, তার এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। গত ২২ এপ্রিল গম্ভীর দুটি ইমেল পেয়েছেন। একটি দুপুরে এবং অপরটি সন্ধ্যায়। এই ইমেলে লেখা ছিল ‘IKillU’। এর আগে ২০২১ সালের নভেম্বরেও একই ধরনের হুমকির ইমেল পেয়েছিলেন। বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা এসেছে বলে আমাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। গৌতম গম্ভীর

ইতিমধ্যেই দিল্লি পুলিশের সুরক্ষাভুক্ত ব্যক্তি। নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমরা কোনও মন্তব্য করি না।’ বিজেপির সাবেক সংসদ সদস্য গম্ভীর বুধবার দিল্লি পুলিশের কাছে গিয়ে দ্রুত পদক্ষেপের আবেদন করেন। তিনি রাজিন্দর নগর থানার এসএইচও এবং সেন্ট্রাল দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি)-এর কাছে একটি এফআইআর দায়েরের আবেদন জানান। একইসঙ্গে তিনি তার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও অনুরোধ করেন। মঙ্গলবার গম্ভীর এক্স প্ল্যাটফর্মে জম্মু-কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করেন। পর্যটকদের ওপর যেভাবে হামলা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছিলেন গৌতম গম্ভীর। উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছেন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। গম্ভীর তার পোস্টে লিখেছিলেন, ‘প্রাণ

হারানোদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জবাব দিতেই হবে। ভারত প্রতিশোধ নেবেই।’ এরপরই হয়তো প্রাণনাশের হুমকি পেয়েছিলে গৌতম গম্ভীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’ মধ্যপ্রাচ্য কাঁপাচ্ছে ইসরায়েল, বড় দ্বিধায় সৌদি-আমিরাত নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী ১৯৭৩ সালে বিমান ছিনতাই করেছিলেন ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল মেট্রোরেলের টিকিট ব্যবস্থাপনায় ঠিকাদার নিয়োগে নয়ছয় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে জাকসু নির্বাচনে আরেক কমিশনারের পদত্যাগ সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ ইসরায়েলের কর্মকাণ্ড কীভাবে সহ্য করছে আমিরাত? ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বেজে উঠল সাইরেন এবার ইসরাইলি কূটনীতিককে তলব করল স্পেন দরপত্র ছাড়াই ২ কোটি ৬৬ লাখ টাকার কাজ সম্পন্ন সেই অধ্যক্ষ লুটে নিলেন ৫ কোটি টাকা ৩৮৯ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনতে তিন চ্যালেঞ্জ চট্টগ্রামে দখল চাঁদাবাজি নিয়ে খুনোখুনি বাড়ছে দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন ইউএনও