বেতন বাড়লেও বাড়েনি পারফরম্যান্স, যা বললেন অধিনায়ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

বেতন বাড়লেও বাড়েনি পারফরম্যান্স, যা বললেন অধিনায়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৫:০৪ 70 ভিউ
জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি, বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এত কিছুর পরও বাড়েনি পারফরম্যান্স। বেতনের সঙ্গে ক্রিকেটারদের পারফরম্যান্সের এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা প্রশ্ন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘আপনাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। বেতনও বেড়েছে। চাহিদার তুলনায় সুযোগ-সুবিধাও ভালো আছে মনে করেন। কোচিং স্টাফও যেমন চাচ্ছেন, তাও পাচ্ছেন। আর কি কি করলে টেস্টে এগোনো সম্ভব?’- এমন প্রশ্ন শোনার পর অধিনায়ক বলেন, ‘বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না...।’ বুধবার সিলেট টেস্টে হারের পরর সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে। অবশ্যই প্রশংসা করার মত বিষয়। আর কী করলে ভালো করব,

জিনিসটা এমন নয়। ভালো ক্রিকেট খেলা অনেক জরুরি। দায়িত্ব নিয়ে খেলাটা খুব জরুরি। আমরা যেমন ক্রিকেট খেলছি, আমাদের অবশ্যই সেই দায়িত্বটা নিতে হবে যে, আমরা ভালো করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘এখন কীভাবে ভালো করতে হবে, এটা সবাই মিলে আলাপ করে সেভাবে প্রস্তুতি নিয়ে করতে হবে। আসলে মাঠে সারাদিন কিন্তু সবাই কষ্ট করছে, মেহনত করছে। তবে মাঠে বাস্তবায়নের দিকে অনেক ঘাটতি আছে। তাই এই জায়গায় সুনির্দিষ্টভাবে যার যা দায়িত্ব আছে, তাকে সেভাবে দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ গত মাসে ক্রিকেট বোর্ডের সাধারণ সভায় প্রতি টেস্টের জন্য ৮ লাখ টাকা ম্যাচ ফি, ওয়ানডের জন্য ৪ লাখ আর টি-টোয়েন্টির জন্য ২ লাখ ৫০ হাজার

টাকা নির্ধারণ করা হয়। আগে যা ছিল ৬ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা করে। শুধু তাই নয়, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদের মাসিক পারিশ্রমিক ১০ লাখ টাকা। এছাড়া পরের চার ক্যাটেগরিতে যথাক্রমে ৮ লাখ, ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা করে। আর্থিক সুবিধা বাড়ানোর পাশাপাশি আনুষাঙ্গিক অনেক সুবিধা বেড়েছে শান্তদের। অথচ জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতি পক্ষের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই হেরে গেল টাইগাররা। সিলেট টেস্টে দুই ইনিংসে ১৯১ ও ২৫৫ রানে অলআউট হয়ে বাংলাদেশ ঘরের মাঠে হেরে যায় ৩ উইকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে দেবমূর্তির সাড়ে চার কেজি সোনা চুরি, পুরোহিতসহ গ্রেপ্তার ৩ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা, ক্ষুধা-দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা মার্কিন তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়, প্রথম পরীক্ষায় ব্যর্থ ট্রাম্প পেঁপে খাওয়ার সঠিক উপায়: কাঁচা না পাকা—কোনটা বেশি উপকারী? বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ লন্ডনের মেয়র সাদিক খান অভিনন্দন জানালেন মামদানিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, ৬৬ জনের মৃত্যু মোহাম্মদপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি রোমাঞ্চকর ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে এগিয়ে গেলো পাকিস্তান দিনে ১২ ঘণ্টা কাজ করেও ক্লান্তি নেই রাশমিকার! ঋত্বিক ঘটকের ভাঙা বাড়িতে জন্মশতবর্ষ উদযাপন চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি নির্মাণ কারখানা ফিলিপাইনে টাইফুন কালমেগির তাণ্ডবে ৪০ জনের প্রাণহানি ওপেন এআই-অ্যামাজনের ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি কুষ্টিয়ায় মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ ‘জুলাই সনদ’ কড়চা এবং অতঃপর …