বাংলাদেশকে ২০০ রানও করতে দিতে চায় না জিম্বাবুয়ে – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশকে ২০০ রানও করতে দিতে চায় না জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 6 ভিউ
সিলেট টেস্টের প্রথম ইনিংসে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। নয়তো এই টেস্টে অন্তত বাংলাদেশকে এগিয়ে রাখতেই পারতেন আপনি। অব্যশ সেই ঘাটতি অনেকটাই দ্বিতীয় ইনিংসে পুষিয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিন শেষে এগিয়ে ১১২ রানে। যা অন্তত আশা দেখাচ্ছে স্বাগতিকদের। তবে বাংলাদেশকে আর খুব বেশি রান করতে দিতে চায় না জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সে কথায় জোর গলায় শোনিয়ে গেছেন দলটির তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। জানিয়েছেন বাংলাদেশকে ২০০ রানের নিচেই আটকে ফেলতে চায় তার দল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটের ৩টিই তুলে নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো

হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’ ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ৪৪ ওভারের দিনে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে স্কোরবোর্ডে। উইকেটে এখনো অধিনায়ক শান্ত ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে। হাতে আরও ৬ উইকেট। যেখানে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিতে চায় জিম্বাবুয়ের বোলাররা। তবে তৃতীয় দিনটি যে কঠিন ছিল সেটা মানতে দ্বিধা করেননি মুজারাবানি। তারকা এই পেসার বলেন, ‘আমাদের জন্য আজ

কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকার হিসাব মিলছে না গ্যাস, বিদ্যুৎ, সারে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে লাখ কোটি টাকা রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভাঙা হচ্ছে না, চলছে সংস্কারকাজ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে শিক্ষার্থীরা এক সপ্তাহেও উদ্ধার হয়নি চবির অপহৃত ৫ শিক্ষার্থী হার্ট সার্জারি কিডনির ক্ষতি করতে পারে? সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের ১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প কাশ্মীরে হামলা, যা বললেন ট্রাম্প ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রথম পর্যায়ের বৈঠক শেষ দুর্নীতির তদন্ত ধামাচাপা পাঁচ দফায় পদোন্নতি ক্ষুধায় কাতর গাজাবাসী, দেওয়ার মতো রক্তও নেই শরীরে বিএনপির হাফ ডজন প্রত্যাশী একক প্রার্থী জামায়াতের নখ উপড়ে, ছ্যাঁকা দিয়ে পঙ্গু করে ভিক্ষাবৃত্তি ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গোডাউন ও ছাপাখানা পুড়ে ছাই রহস্যজনক বিস্ফোরণ গাজীপুরে অগ্নিদগ্ধে একই পরিবারের তিনজনের মৃত্যু