
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বার্সা দুটি হারলেই কেবল লিগ জিতবে রিয়াল

লিড একশ’ ছাড়ালেও চাপেই থাকল বাংলাদেশ

‘ওরা ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা

‘বিসিবি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে’

দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

সালাহ-ভিনিরা পিছিয়ে গেছেন, ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা
বাংলাদেশকে ২০০ রানও করতে দিতে চায় না জিম্বাবুয়ে

সিলেট টেস্টের প্রথম ইনিংসে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। নয়তো এই টেস্টে অন্তত বাংলাদেশকে এগিয়ে রাখতেই পারতেন আপনি। অব্যশ সেই ঘাটতি অনেকটাই দ্বিতীয় ইনিংসে পুষিয়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিন শেষে এগিয়ে ১১২ রানে। যা অন্তত আশা দেখাচ্ছে স্বাগতিকদের।
তবে বাংলাদেশকে আর খুব বেশি রান করতে দিতে চায় না জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সে কথায় জোর গলায় শোনিয়ে গেছেন দলটির তারকা পেসার ব্লেসিং মুজারাবানি। জানিয়েছেন বাংলাদেশকে ২০০ রানের নিচেই আটকে ফেলতে চায় তার দল।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪ উইকেটের ৩টিই তুলে নেওয়া মুজারাবানি নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো
হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’ ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ৪৪ ওভারের দিনে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে স্কোরবোর্ডে। উইকেটে এখনো অধিনায়ক শান্ত ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে। হাতে আরও ৬ উইকেট। যেখানে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিতে চায় জিম্বাবুয়ের বোলাররা। তবে তৃতীয় দিনটি যে কঠিন ছিল সেটা মানতে দ্বিধা করেননি মুজারাবানি। তারকা এই পেসার বলেন, ‘আমাদের জন্য আজ
কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’
হয় (লক্ষ্য)। তবে আমাদের রান নিয়ে ভাবা উচিত হবে না, উইকেট পাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের বাকি উইকেটগুলো নেওয়া সহজ হবে না। আমাদের আরও বেশি নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’ ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ৪৪ ওভারের দিনে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে স্কোরবোর্ডে। উইকেটে এখনো অধিনায়ক শান্ত ৬০ ও জাকের আলী অপরাজিত আছেন ৬০ বলে ২১ রান নিয়ে। হাতে আরও ৬ উইকেট। যেখানে বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দিতে চায় জিম্বাবুয়ের বোলাররা। তবে তৃতীয় দিনটি যে কঠিন ছিল সেটা মানতে দ্বিধা করেননি মুজারাবানি। তারকা এই পেসার বলেন, ‘আমাদের জন্য আজ
কঠিন দিন ছিল। বাংলাদেশ কঠিন লড়াই করেছে। তবে যা হয়েছে, খারাপ হয়নি।’ তবে এখনো তাঁরা ভালোভাবেই ম্যাচে আছেন বলেও বিশ্বাস এই পেসারের, ‘আমরা অবশ্যই ম্যাচে আছি। ম্যাচে আরও অনেক সময় বাকি আছে। আমাদের এই বিশ্বাস আছে যে ম্যাচে আছি।’