রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৯:০৩ অপরাহ্ণ

রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৯:০৩ 63 ভিউ
‘আমেরিকান ড্রিম’ নামে একটি কথা প্রচলিত আছে যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থায়। গোটা দুনিয়ার নানা প্রান্ত থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ শ্রেণি-পেশার মানুষের সম্মিলনে গড়ে ওঠে এই ধারণা। নতুন নতুন স্বপ্ন নিয়ে একেকজন একেক প্রান্ত থেকে পাড়ি জমাতে চান সেই স্বপ্নরাজ্যে। তবে কখনও কখনও তা দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। এলোমেলো হয় জীবন চলার গতিপথ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কার্যকরের পর যেসব বাংলাদেশি নাগরিক ফেরত এসেছেন, তাদের সবার রয়েছে স্বপ্নভঙ্গের গল্প। এখন পর্যন্ত ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে পাঁচজনের সঙ্গে কথা বলেছে। মুন্সীগঞ্জের রতন মোড়ল জানান, দালালকে ৪০ লাখ টাকা দিয়ে ২০২৪ সালের মার্চের শেষ দিকে তাঁর যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু। প্রথমে

তাঁকে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাত। সেখানে মাস দেড়েক একটি হোটেলে রাখা হয়। সেই হোটেলে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তাঁর পরিচয় হয়। তাদের আলাদাভাবে ওই দেশে নেওয়া হয়েছিল। এরপর রতনকে নেওয়া হয়েছিল ব্রাজিল। নতুন জায়গায় গিয়ে সেখানকার হোটেলে আরও ৩০-৩৫ বাংলাদেশি নাগরিককে পান। এরপর সবাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। পথে ইকুয়েডর, বলিভিয়া, পেরু, পানামাসহ কয়েক দেশ ঘুরে মেক্সিকো গিয়ে পৌঁছান। পানামায় তিন দিন গহিন জঙ্গলে তাঁবুতে থাকতে দেওয়া হয়। সেখান থেকে মেক্সিকো হয়ে ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঢোকেন। রতন বলেন, আমেরিকায় ঢোকার পরই দেশটির সীমান্তে নিরাপত্তা বাহিনীর যারা দায়িত্ব পালন করেন তারা আমাকে আটক করে। সাধারণ অ্যাসাইলামের আবেদন করতে বলেন। সেই

আবেদনের পর টেক্সাসে একটি সেফ হাউসের মতো স্থানে নেওয়া হয়। আমেরিকায় যে সাত মাস ছিলাম তার মধ্যে চারটি আলাদা সেফ হাউসে নেওয়া হয়েছিল। খাওয়া, চিকিৎসা, খেলার ব্যবস্থা ছিল। নিজের টাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়। রতন আরও বলেন, অ্যাসাইলামের আবেদন মঞ্জুর না হওয়ায় ১১ মার্চ দেশে ফেরত আসতে হয়েছে। সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়। হাতকড়া পরানো বা কোনো খারাপ আচরণ করেনি। জমি বিক্রি করে মামুন নামে এক দালালের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছি। রতন বলেন, অবৈধভাবে যাতে কেউ দেশের বাইরে না যায়, এই পরামর্শ আমাদের। বড় স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলাম। সেটা ধূলিসাৎ। আবার যদি কোনো দেশে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয় তাহলে

বৈধভাবে চেষ্টা করব। ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের পর সিলেটের গোলাপগঞ্জের সাদিকুর রহমান দেশে ফেরত এসেছেন। তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার জানান, গত জুলাইয়ে ব্রাজিল থেকে কয়েকটি দেশ হয়ে যুক্তরাষ্ট্রে যান সাদিকুর। এর বিনিময়ে দালালকে ১৮ লাখ টাকা দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ব্রাজিলে চার বছর ছিলেন। সাধারণ অ্যাসাইলাম আবেদন বাতিলের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সুমাইয়া বলেন, দেশে ফেরার পর ক্যান্সার আক্রান্ত মাকে সেবা করছেন সাদিকুর। নোয়াখালীর সোনাইমুড়ির ২০ বছরের তরুণ ইব্রাহিম খলিলের গল্পটি ভিন্ন। এইচএসসি পরীক্ষার পর তিনি পরিবারের কাছে যুক্তরাষ্ট্র যাওয়ার বায়না ধরেন। এরপর প্রথমে ৭ লাখ টাকা এক দালালকে দেন। তবে যুক্তরাষ্ট্রে নেওয়ার কথা বলে ওই দালাল

ভারতে নিয়ে যান ইব্রাহিমকে। তাঁর বোন শারমিন বেগম জানান, প্রথম দালাল প্রতারণার পর দ্বিতীয় আরেক দালালকে ধরা হয়। জমি বিক্রি ও ঋণ করে একসঙ্গে তাঁকে ৪৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে ব্রাজিল পৌঁছান। সেখান থেকে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে যান ইব্রাহিম। পথে একটি দেশে যাওয়ার পর দেড়-দুই লাখ টাকা দালালকে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছার পর আট মাসের মতো সেফ হোমে ছিলেন। সব মিলিয়ে ৭২ লাখ টাকা খরচ হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী হামলা: ১২ জন নিহত, ২৭ জন আহত *জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস