‘ওরা ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’ – ইউ এস বাংলা নিউজ




‘ওরা ছুটি কাটাতে আসে, মজা করে এবং চলে যায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৬:৩৩ 11 ভিউ
আইপিএলের মেগা নিলামে ৪ কোটি ২০ লাখ রুপি খরচ করে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। আর ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জন্য ৮ কোটি ৭৫ লাখ রুপি খসিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এই দুই ক্রিকেটারের কেউই চলতি আইপিএলে নিজেদের নাম বা প্রাইসট্যাগের প্রতি সুবিচার করতে পারছেন না। আর এতেই চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের বেহাল পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের ক্ষুধা (ভালো করার) শেষ হয়ে গেছে। ওরা এখানে (আইপিএলে) কেবল ছুটি কাটাতে আসে। ছুটি উপভোগ করে চলেও যাবে। ওরা আসে, মজা করে এবং চলে যায়। দলের জন্য ওদের লড়াইয়ের

কোনো ইচ্ছাই দেখা যায় না।’ দলের জন্য কিছু করার যেই ইচ্ছা তা কেবল হাতেগোনা কয়েকজন বিদেশি ক্রিকেটারের মাঝেই দেখেছেন শেবাগ। সেই প্রসঙ্গে এই ভারতীয় ওপেনার বলেন, ‘আমি অনেক সাবেক ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়েছি। কিন্তু কেবল মাত্র এক-দুজনের মধ্যেই এমন অনুভূতি দেখেছি, হ্যা, আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই।’ গত মৌসুমেও ফর্ম হাতড়ে বেড়িয়েছেন ম্যাক্সওয়েল। ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। এবারও একই হাল। চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল্ডেন ডাক উপহার দেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ৪১ রান করতে পেরেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ম্যাক্সওয়েলের মতো বাজে সময় কাটছে বেঙ্গালুরুতে তার জায়গা নেওয়া ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ৮

কোটি ৭৫ লাখ রুপিতে বেঙ্গালুরুতে খেলা লিভিংস্টোন ৭ ম্যাচ করেছেন ৮৭ রান। যার মধ্যে একটি ইনিংসেই এসেছে ৫৪ রান। বাকি ৬ ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৩ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দোকানে বসেছিলেন যুবদলকর্মী ইব্রাহিম, তিন অটোরিকশায় এসে বুকে-মাথায় গুলি বার্সা দুটি হারলেই কেবল লিগ জিতবে রিয়াল চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের লিড একশ’ ছাড়ালেও চাপেই থাকল বাংলাদেশ ধানমন্ডিতে যান চলাচল স্বাভাবিক, সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নতুন বাজার সড়কে বর্জ্য ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতিবাদ, তীব্র যানজট রতন-সাদিকুরদের স্বপ্নভঙ্গের গল্প গায়েবি মামলায় ভুগছেন জবির ১১ শিক্ষার্থী টাকা ও পেশিশক্তির প্রভাব বাড়বে কারিগরি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে কতগুলো আসনে নারী প্রার্থী দেবে এনসিপি, জানালেন নেতারা প্রধান বিচারপতির নিয়োগ কীভাবে, নিজেদের মতামত তুলে ধরল বিএনপি চালের বাজার অস্থিরতার নেপথ্যে কী? গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিয়েছেন ঢাকার মানুষ আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে কী, যা জানালেন আইন উপদেষ্টা পোপের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্পসহ থাকবেন যারা