ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০৩ 55 ভিউ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত একদিনের ‘ইস্টার যুদ্ধবিরতি’ শেষ হতেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগে সোমবার ভোরে বিমান হামলার সাইরেনে জেগে ওঠে কিয়েভ ও পূর্ব ইউক্রেনের বেশ কিছু শহর। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া এদিন ৯৬টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৪২টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং ৪৭টি ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে। এসব হামলায় খারকিভে তিন জনের প্রাণহানি এবং দিনিপ্রোপেত্রোভস্ক ও চেরকাসি অঞ্চলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতির লঙ্ঘন: দুই পক্ষের পাল্টাপাল্টি

অভিযোগ এর আগে রোববার ফ্রন্টলাইনে রাত ১২টা পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন দাবি করে বলেছে, রাশিয়া কেবল ওই দিনেই প্রায় ৩,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বিশেষ করে পোকরভস্ক অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে। রাশিয়াও পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেন ৯০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে এবং ৪৪৪ বার গুলি ছুঁড়েছে। সেই সঙ্গে এসব হামলায় রুশ বেসামরিক নাগরিকদের হতাহতের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ও ট্রাম্পের মন্তব্য এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিরতির বর্ধিতকরণকে স্বাগত জানাতো। এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন ‘সমান প্রতিক্রিয়ায়’ বিশ্বাসী। তার ভাষায়, ‘যুদ্ধবিরতির জবাবে আমরাও যুদ্ধবিরতি দেবো, আর হামলার জবাবে আত্মরক্ষা করব’। টগনড ডোনাল্ড ট্রাম্প

এখনো সম্ভাব্য শান্তিচুক্তির আশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি, দুই পক্ষ এই সপ্তাহেই একটা চুক্তিতে পৌঁছাবে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি দ্রুত অগ্রগতি না হয়, যুক্তরাষ্ট্র শান্তি প্রচেষ্টা থেকে সরে যাবে’। মূলত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি যেন কেবল রাজনৈতিক বার্তা আদান-প্রদানের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে এই যুদ্ধ থেমে নেই। বরং উভয় পক্ষই মাঠে ও কূটনীতিতে চাপ বাড়াচ্ছে। এ অবস্থায় ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে—যুক্তরাষ্ট্রের সহনশীলতা ফুরিয়ে আসছে এবং শান্তি না এলে ভূরাজনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনিসে আবেগে কেঁদে ফেললেন ‘দ্য রক’, অস্কারের পথে? তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান? স্বর্ণের দাম আরও বাড়ল দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল আ.লীগের ঝটিকা মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল অবৈধ ইসরাইলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা ২০২৬ সালে ৪৭ মিলিয়ন পর্যটকের স্বপ্নে মালয়েশিয়া মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতকারী বদরুদ্দীন উমর আর নেই গড় কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বরখাস্ত কেন পুরস্কার গ্রহণ করতেন না বদরুদ্দীন উমর? রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে সেনা পাঠাবে বাংলাদেশ ও সৌদি? বাগেরহাটে ৩ দিনের হরতালের ঘোষণা দুই মহাসড়ক অবরোধ যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা