বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল – ইউ এস বাংলা নিউজ




বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৮:২৬ 22 ভিউ
আলোচিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্প বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় কার্যক্রম অসমাপ্ত রেখে প্রকল্প বাতিল করা হয়। একই সঙ্গে প্রকল্পে গবেষণা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার দুপুরে পূর্বনির্ধারিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ১৩ মার্র্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রকল্প বাতিলের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকে। প্রকল্পটির অনিয়ম, দুর্নীতি নিয়ে রোববার জাতীয় ‘আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট-বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এরপরই প্রকল্পটি বাতিল

করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বৈঠকে উপস্থিত একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকল্পটিতে সুনির্দিষ্ট করে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত তাদের শাস্তির বিষয়ে বৈঠকে একাধিক কর্মকর্তা পরামর্শ উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে প্রকল্পটির কার্যক্রম বাতিল এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রকল্পটি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য আসে গত জানুয়ারি মাসে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। ১৩ মার্চ কমিটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে আওয়ামী বুদ্ধিজীবীদের করা গবেষণাপত্রে কপি-পেস্ট করাসহ কাজ না করেই অর্থ তুলে নেওয়ার সত্যতা উঠে আসে। জামুকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’

প্রকল্পে রীতিমতো লুটপাট করেছেন আওয়ামী বুদ্ধিজীবীরা। কাজ সম্পন্ন না করেই সাড়ে ২৩ কোটি টাকার প্রকল্প থেকে ১৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়েছে প্রায় সাত কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ নামে একটি প্রকল্প গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে ব্যয় ধরা হয় ২৩ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা। প্রকল্পটির মেয়াদ শেষ হবে জুনে। ইতোমধ্যে কাজের ৮০ ভাগ সম্পন্ন দেখিয়ে সব মিলিয়ে ১৩ কোটি ২৫ লাখ ৭ হাজার ৪৫০ টাকা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এলে প্রকল্পের কার্যক্রম স্থগিত রেখে তদন্ত করতে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন অপরাধের শীর্ষে দেশের তিন শহর যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয় আগামী বছরের হজ: আবেদন আহ্বান মন্ত্রণালয়ের ‘ডু অর ডাই’ কর্মসূচি ঘোষণা ইমরান খানের দল পিটিআইয়ের নিলামে ১৭ কোটির বেশি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশের রেকর্ড হলো, আবার হলোও না গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধ এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত