বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫
     ৮:২৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৮:২৬ 64 ভিউ
আলোচিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্প বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় কার্যক্রম অসমাপ্ত রেখে প্রকল্প বাতিল করা হয়। একই সঙ্গে প্রকল্পে গবেষণা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার দুপুরে পূর্বনির্ধারিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ১৩ মার্র্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রকল্প বাতিলের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকে। প্রকল্পটির অনিয়ম, দুর্নীতি নিয়ে রোববার জাতীয় ‘আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট-বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এরপরই প্রকল্পটি বাতিল

করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বৈঠকে উপস্থিত একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রকল্পটিতে সুনির্দিষ্ট করে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। যারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত তাদের শাস্তির বিষয়ে বৈঠকে একাধিক কর্মকর্তা পরামর্শ উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে প্রকল্পটির কার্যক্রম বাতিল এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) এ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রকল্পটি নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য আসে গত জানুয়ারি মাসে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। ১৩ মার্চ কমিটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে আওয়ামী বুদ্ধিজীবীদের করা গবেষণাপত্রে কপি-পেস্ট করাসহ কাজ না করেই অর্থ তুলে নেওয়ার সত্যতা উঠে আসে। জামুকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’

প্রকল্পে রীতিমতো লুটপাট করেছেন আওয়ামী বুদ্ধিজীবীরা। কাজ সম্পন্ন না করেই সাড়ে ২৩ কোটি টাকার প্রকল্প থেকে ১৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়েছে প্রায় সাত কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারিতে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ নামে একটি প্রকল্প গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে ব্যয় ধরা হয় ২৩ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা। প্রকল্পটির মেয়াদ শেষ হবে জুনে। ইতোমধ্যে কাজের ৮০ ভাগ সম্পন্ন দেখিয়ে সব মিলিয়ে ১৩ কোটি ২৫ লাখ ৭ হাজার ৪৫০ টাকা তুলে নেওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এলে প্রকল্পের কার্যক্রম স্থগিত রেখে তদন্ত করতে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন