বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে ভয়ে ছিলেন হাথুরু! – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে ভয়ে ছিলেন হাথুরু!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:২৭ 32 ভিউ
গেল বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেহারাও পালটে যায়। বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় দলের তখনকার কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত গত বছরের অক্টোবরে ‘বিতর্কিত’ এই লংকান কোচকে বিদায় করে বিসিবি। কিন্তু বাংলাদেশ ছাড়ার সময় কেমন ছিল হাথুরুসিংহের অবস্থা? সম্প্রতি ‘কোড স্পোর্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময়টি নিয়ে নিজের ভাষ্য জানিয়েছেন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। অন্তর্বর্তী সরকারের তখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা। সেই সময়ের অবস্থা নিয়ে হাথুরু বলেন, ‘বিসিবির সিইওর (নিজামউদ্দিন চৌধুরী সুজন) শেষ কথা ছিল- তোমার চলে যাওয়া

উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে? এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।’ তিনি বলেন, ‘সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমার সঙ্গে একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী থাকে। কিন্তু তিনি (বিসিবির সিইও) বললেন, আজ কি তুমি তোমার বন্দুকধারী এবং তোমার ড্রাইভারকে পেয়েছ? আমি বললাম, না, শুধু ড্রাইভার এসেছে। এরপর বাংলাদেশ ছাড়ার জন্য টাকা জোগার করতে আমি ব্যাংকে গিয়েছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ ছিল-একজন খেলোয়াড়কে (নাসুম আহমেদ) লাঞ্ছিত করার দায়ে চন্ডিকাকে বরখাস্ত করা হয়েছে।’ লংকান এই কোচ আরও বলেন, ‘যখন বিষয়টি নজরে এলো, তখন ব্যাংক ম্যানেজার বললেন, ‘কোচ, আমি তোমার

সাথে যাব। রাস্তায় মানুষ তোমাকে দেখে ফেললে তা তোমার জন্য নিরাপদ হবে না। আমি আরও আতঙ্কিত হতে পড়ি। আমার এক বন্ধু আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতের ফ্লাইট ধরতে বিমানবন্দরে নিয়ে যায় এবং আমি টুপি এবং হুডি পরে নিজেকে সুরক্ষিত করার চেষ্টা করি। কারণ, দেশ ছেড়ে যাওয়ার অভিযোগে তারা আমাকে গ্রেফতার করতে পারত।’ হাথুরুসিংহের এই সাক্ষাৎকারের ব্যাপারে এখনো মন্তব্য করেনি বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের কান্না শুনছে না বিশ্ব, মালয়েশিয়ার তীব্র প্রতিবাদ সরকারি চাকরি অধ্যাদেশ জারি পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা? ৪ অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা পাক-ভারতের দুই হায়দরাবাদ, দুই বেকারি, দুই রকম ভাগ্য ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব ‘রাতের ঘুম হয় কীভাবে?’ নেতানিয়াহুকে জিম্মি স্বজনদের প্রশ্ন বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন- ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ চট্টগ্রামে কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম পাকিস্তান সফর করা হচ্ছে না মোস্তাফিজের, বদলির নাম জানাল বিসিবি পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত ড. ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের এক জায়গায় করেছেন: গয়েশ্বর চন্দ্র ইউনূস জমানায় জঙ্গিবাদের অবাধ বিচরণ, বাংলাদেশকে আফগানিস্তান বানানোই লক্ষ্য? ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে ওয়াইসির পালটা হুঁশিয়ারি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের