গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি – ইউ এস বাংলা নিউজ




গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৮:৫৫ 45 ভিউ
গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সিদ্ধান্ত ‘বৈষম্যমূলক’ উল্লে­খ করে তা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) মঙ্গলবার চিঠি দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে বিইআরসির চেয়ারম্যান বলেন, এ বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে কথা বলবেন। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। জানায় নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার

আবেদন জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সংশোধনের জন্য বিডা চেয়ারম্যান একটি চিঠি দিয়েছেন বলে জেনেছি। কিন্তু চিঠিটি এখনো আমার হাতে পৌঁছায়নি। তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। তবে যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটা কীভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। তাদের মতামত এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে ইতোমধ্যে অন্যায্য প্রতিযোগিতামূলক বলে মনে করছেন। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা মনে করছি এই সিদ্ধান্তে

দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি কমানোর বিষয়টি সর্বজনীন করা যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স ‘৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ’ সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি ‘সুইচ অফ দিজ ইজ অফ’ বলা সেই চেয়ারম্যান গ্রেফতার পশ্চিমতীরে আরও বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ঢাবি থেকে পৃথক হলো অধিভুক্ত ৭ কলেজ ‘ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই’ ‘গুরুতর’ দুই অভিযোগে বরখাস্ত গণপূর্তের দেবতোষ দেব দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা অস্ত্র বের করলেই গুলি: সিএমপি কমিশনার জামায়াত-এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ‘আমাকে বাঁচাও’ লিখে প্রেমিকার মেসেজ, এরপরই মিলল মরদেহ মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ১৭৮৯৬ অভিবাসী, বাংলাদেশি ১১৩৬