গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি – ইউ এস বাংলা নিউজ




গ্যাসের দাম বৃদ্ধিতে বিডার আপত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৮:৫৫ 8 ভিউ
গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সিদ্ধান্ত ‘বৈষম্যমূলক’ উল্লে­খ করে তা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) মঙ্গলবার চিঠি দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে বিইআরসির চেয়ারম্যান বলেন, এ বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে কথা বলবেন। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। জানায় নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার

আবেদন জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সংশোধনের জন্য বিডা চেয়ারম্যান একটি চিঠি দিয়েছেন বলে জেনেছি। কিন্তু চিঠিটি এখনো আমার হাতে পৌঁছায়নি। তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। তবে যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটা কীভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। তাদের মতামত এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে ইতোমধ্যে অন্যায্য প্রতিযোগিতামূলক বলে মনে করছেন। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা মনে করছি এই সিদ্ধান্তে

দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি কমানোর বিষয়টি সর্বজনীন করা যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও ‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির ভূমিকম্পে কাঁপল পাকিস্তান নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত ‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারকরা’ কেন বিয়ে করতে পারেন না? আজকের খেলা: ১৯ এপ্রিল ২০২৫ আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা জোট সরকারে থাকছেন না বিলাওয়াল আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি টানা ৫ দিন বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস