ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে! – ইউ এস বাংলা নিউজ




ক্রিকেট দল কিনলেন শচীন টেন্ডুলকারের মেয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:০১ 54 ভিউ
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন তিনি। মুম্বাইয়ের দলের মালিকানা গেছে তার হাতে। তবে এই ক্রিকেট মাঠে খেলা হয় না। হয় ইন্টারনেট গেমে। সারা ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বইয়ের দল কিনেছেন। রিয়াল ক্রিকেট নামের একটি গেমে এই লিগ খেলা হয়। এর আগে দুই মৌসুমে খেলা হয়েছে। এই গেম খেলতে হলে নাম নথিভুক্ত করতে হয়। প্রথম মৌসুমে ২ লাখ নাম নথিভুক্ত হয়েছিল। দ্বিতীয় মৌসুমে তা বেড়ে হয়েছে ৯ লক্ষ ১০ হাজার। তৃতীয় মৌসুমে সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা। এর খেলা বিভিন্ন চ্যানেল ও অ্যাপে দেখানো হয়। তার মধ্যে রয়েছে জিয়ো সিনেমা ও স্পোর্টস ১৮।

এখন স্টার স্পোর্টসের সঙ্গে তা জুড়ে গেছে। অর্থাৎ এই মৌসুমে জিয়োহটস্টার অ্যাপে এই খেলা দেখানো হতে পারে। এদিকে ক্রিকেট পরিবারের সদস্য হয়ে ক্রিকেটে নতুন দায়িত্ব নিয়ে খুশি সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন নতুন প্রতিভার সঙ্গে যুক্ত হয়ে একটা ভালো দল তৈরি করার চেষ্টা করব। আশা করছি, সামনের দিনে আরও অনেকে এই খেলায় উৎসাহিত হবে।’ অবসর নেওয়ার পরেও খেলা ছাড়েননি শচীন। লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন তিনি। পাশাপাশি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় রয়েছেন তিনি। শচীনের পুত্র তথা সারার ভাই অর্জুন টেন্ডুলকারও আইপিএলে মুম্বাইয়ে খেলেন।

ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন গোয়ার হয়ে। এবার পরিবারের আরও এক জন যুক্ত হলেন ক্রিকেটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয় ‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত ফেনীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতীকী ‘গায়েবানা জানাজা’ যেন আকাশ ভেঙে পড়ল! আজ এইচএসসি পরীক্ষা স্থগিত রক্ত আছে রক্ত…? উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২২ সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ১৯৬৬ সালের ভাঙারি প্লেন দিয়ে আর কতজন মরলে এ রাষ্ট্র জাগবে? মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও বিমানটি ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির : আইএসপিআর উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল ফেসবুক পেজে রহস্যময় পোস্ট, নিরাপত্তা বিশ্লেষক বললেন ভুয়া দুয়ার কেলেঙ্কারিতে বড় লোকসানে অগ্রণী ব্যাংক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা