ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫
     ১০:২০ অপরাহ্ণ

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২০ 67 ভিউ
ইসরাইলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে তেলআবিবসহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানী বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরাইলি টিভি চ্যানেল ১২। হামলা প্রতিহত করা হলেও বেনগুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়। ইসরাইলের অন্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল-কুদসসহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। বিষয়টি নিশ্চিত করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী ইসরাইলের তেলআবিবে

অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর এবং একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী জানায়, তারা ‘প্যালেস্টাইন-২’ নামে একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। একইসঙ্গে, মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি ট্রুম্যান’ এবং লোহিত সাগরে থাকা অন্যান্য শত্রু সামরিক নৌযানগুলোতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র আরও জানান, এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘণ্টা ধরে চলে। তেল আবিব ও অন্যান্য শহরে আতঙ্ক এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায়, তেলআবিবসহ অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বাজতে শুরু

করে। আল-জাজিরা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি শহর ও বসতিতে, বিশেষ করে তেলআবিব, আল-কুদস এবং উত্তরের বেশ কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, আল-মাসিরাহ টিভি আরও জানায়, ‘সাইরেন বেজে ওঠার পর অধিকৃত জাফার পালমাচিম বিমানঘাঁটিসহ কেন্দ্রীয় ফিলিস্তিনের বড় অংশে ইসরাইলি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে’। একটি আরব সংবাদমাধ্যম ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের পালিয়ে যাওয়ার ভিডিও সম্প্রচার করেছে। যেখানে দেখা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই লোকজন নিরাপত্তার সন্ধানে ছুটতে শুরু করেছে। মূলত, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলের নতুন করে হামলা শুরু করার জবাবে ইয়েমেনও তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। ইয়েমেন ইসরাইলকে গাজায় অবরোধ প্রত্যাহারের জন্য যে

সময়সীমা নির্ধারণ করেছিল, সেটি অমান্য করার পর তারা এই হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইয়েমেন বলেছে, গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে, ইয়েমেনেও মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। যা ইয়েমেনের মতে, ইসরাইলকে সমর্থন করার মার্কিন প্রচেষ্টার অংশ। সূত্র: ইরনা ও মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা স্বর্ণের ২ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হবে! ২৬ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দুইজনের জবানবন্দি যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি আরব কমলো স্বর্ণের দাম ভুয়া কাগজপত্র দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল আবেদনের পাঁচ মিনিটেই মিলছে ফ্যামিলি ভিসা বিদেশি তরুণীকে একা পেয়ে যা করলেন যুবক অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানে আগুন, অতঃপর… কু-প্রস্তাবের শিকার হয়েছিল পায়েল! ‘তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার’ ‘বিচার প্রক্রিয়া অস্বচ্ছ’, শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে ১০২ সাংবাদিকের বিবৃতি শেখ হাসিনার রায়ের বিরোধিতা: ঢাবি’র ডেপুটি রেজিস্ট্রারকে ‘মব’ করে পুলিশে সোপর্দ ধানমন্ডি ৩২ নম্বরের হামলার পিছনে ছাত্রশিবির, ডিসি মাসুদের বক্তব্য ভাইরাল মুন্সিগঞ্জে ‘ইউনূসের পদত্যাগ’ দাবিতে পুলিশের সামনেই হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল সাটুরিয়ায় ডাকবাংলোর পাশে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক শেখ হাসিনার বিচার রাজনৈতিক প্রতিহিংসা, আন্তর্জাতিক তদন্ত চান ড. মোমেন