‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা – ইউ এস বাংলা নিউজ




‘কন্যা’ গানের জোয়ারে মেতেছেন চার তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ৪:৫৮ 80 ভিউ
ঈদে মুক্তি প্রতিক্ষীত সিনেমার মধ্যে একটি ‘জ্বীন-থ্রি’। এটি ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়াল। প্রথম কিস্তিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সঙ্গে ছিলেন পূজা চেরী। দ্বিতীয় কিস্তিতে তাদের কাউকেই দেখা যায়নি। তৃতীয় কিস্তিতে সজল ফিরলেও অনুপস্থিত পূজা। তার জায়গায় এসেছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি এ সিনেমার ‘কন্যা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। অন্য অন্যসিনেমাগুলোর যেসব গান প্রকাশ হয়েছে, তারমধ্যে ‘কন্যা’ এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ণাঙ্গ উৎসবের গান হিসাবেই এটি নির্মিত হয়েছে। সঙ্গে রয়েছে বৈশাখের আমেজ। কারণ ঈদের দুই সপ্তাহ পরেই বাংলা নববর্ষ। আর তখনও ঈদের সিনেমাই চলবে প্রেক্ষাগৃহে। তাই এ গানটিও ঈদ ও বৈশাখী উৎসবে মাথায় রেখে নিমির্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা

কামরুজ্জামান রোমান। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়েজন করেছেন ইমরান মাহমুদুল। গেয়েছেন কণা ও ইমরান। এরইমধ্যে গানটি প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর’সহ অনেকেই ফেসবুকে তাদের নিজেদের ওয়ালে শেয়ার করেছেন। এ গান প্রসঙ্গে কণা বলেন, ‘গত বছর শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার দুষ্টু কোকিল গানটির প্রশংসা করেছিলেন, এবারনও কন্যার প্রশংসা করেছেন। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনেকরি।’ সজল বলেন, ‘কন্যার সাফল্যে আমি খুবই আশাবাদী সিনেমাও নিয়েও। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা।’ নুসরাত ফারিয়া বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যার জোয়ার বইছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।’ ইমরান বলেন, ‘এই গান নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময়

কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে। যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এ গানের সুর ও সংগীতায়োজন করি। আর এখনতো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক কষ্টের ফলেই কন্যার জোয়ার বইছে সবখানে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন