নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৪১ 9 ভিউ
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার পর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। অভিযোগ করেছেন, ইসরাইলি সরকারের কোনও ‘রেড লাইন’ নেই। এক্স পোস্টে লাপিদ লিখেছেন, সমগ্র জাতিকে একত্রিত হয়ে বলতে হবে ‘যথেষ্ট হয়েছে!’ তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি - এটি আমাদের মুহূর্ত, এটি আমাদের ভবিষ্যত, এটি আমাদের দেশ। রাস্তায় নামুন। ’ এর আগে

গতকাল লাপিদ নেতানিয়াহুকে পদত্যাগের জন্য চাপ দি্রেয বলেন, ইসরাইল ‘তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে’। এদিকে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তেল আবিবের হাবিমা স্কয়ারে জড়ো হন প্রায় ৪০ হাজার মানুষ। নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভের মূল কারণ হলো— নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা। বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ‘মিস্টার অ্যাব্যান্ডনমেন্ট’ (অবাঞ্ছিত) ঘোষণা করেন এবং তেলআবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা প্রদর্শন করেন। বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান রনি আলশেইখ, সাবেক মোসাদ প্রধান তামির পারদো এবং সাবেক শিন বেত প্রধান ইয়ারাম কোহেন। আরও বক্তব্য দেন আইনাভ জাঙ্গাউকার,

যিনি জিম্মি মাতান জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর কঠোর সমালোচক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় তিন দিনে ২০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত সমতাকে এগিয়ে নিতে জোরালো বৈশ্বিক সহযোগিতা ও বিনিয়োগের আহ্বান বাংলাদেশের জাতীয় পার্টির ইফতারে হট্টগোল-বিশৃঙ্খলা হামজা ও বাংলাদেশের প্রশংসায় ভারতের কোচ ঈদকে ঘিরে রেমিট্যান্সের জোয়ার, ১৯ দিনে এলো সোয়া ২ বিলিয়ন ডলার কয়লা উত্তোলনে পেপার ওয়ার্কই শেষ হয় না! ১ হাজার ৩৭৬ কোটি টাকার এলএনজি আমদানির অনুমোদন ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস প্রতিনিধি দল মার্চে রেকর্ড গড়তে যাচ্ছে রেমিট্যান্স ন্যান্সি বললেন, ‘পরাধীনতার শেকলমুক্ত নতুন বাংলাদেশের সূচনা’ ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে শিলংয়ে পা রাখল বাংলাদেশ ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা গণমাধ্যমে ছুটির গেজেট চায় জার্নালিস্ট কমিউনিটি ইরানে আগুন উৎসবে নিহত ২১, আহত ৬,৪১৯ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ১৬ এনজিওর নারী কর্মীকে নিপীড়নের পর ওসির বদলি ইসরাইলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান