ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী – ইউ এস বাংলা নিউজ




ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ৮:৩১ 33 ভিউ
মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন মার্কিন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কিন্তু তাদের বহনকারী পরীক্ষামূলক ওই মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায়, আট দিনের সেই যাত্রা ৯ মাসে বদলে যায়। অবশেষে ৯ মাসের বেশি সময় মহাকাশের কারাগারে আটকে থাকার পর এবার তাদের পৃথিবীতে ফেরার পথ সুগম হয়েছে। কয়েকজন নতুন ক্রু নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করেছে। আর তাতেই আটকে পড়া দুই মহাকাশকারীর পৃথিবীতে ফেরার পথ খুলে গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে ওই দুজন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর দিকে রওনা দেবে স্পেসএক্সের ক্যাপসুলটি। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এ তথ্য নিশ্চিত করেছেন। নাসা থেকে

সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, স্পেসএক্স ক্রু ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করে। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর একটি হ্যাচ খুলে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পেসএক্স ক্রু ড্রাগনের সদস্যদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর ঢুকতে দেখা যায়। তখন শূন্য মাধ্যাকর্ষণের মধ্যেই সবাই সবাইকে জড়িয়ে ধরতে দেখা যায়। বুচ ও সুনিতার সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন নাসার নিক হেগ ও রসকসমসের মহাকাশচারী আলেকজান্ডার গোরবুনভ। আগামী দুই দিন ধরে আন্তর্জাতিক স্টেশনে থাকা কর্মীরা নতুন নোঙর করা সহকর্মীদের কাছে সবকিছু বুঝিয়ে দেবেন। এরপরই তারা পৃথিবীর দিকে রওনা হবেন। তবে নিরাপদে ফিরে আসতে পৃথিবীর আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে তাদের কিছুটা দেরি হতে পারে। গেল বছরের জুনের

শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী বোয়িং এই মহাকাশযানটি বানিয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই যানে করে আর পৃথিবীতে ফিরতে পারেননি বুচ ও সুনিতা। শেষমেশ ওই মহাকাশযানের মিশন কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। যদিও বোয়িং জোর গলায় বারবার জানায়, তাদের স্টারলাইনার নিরাপদ এবং এটিতে করেই বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু নাসা এ নিয়ে সামান্যতম ঝুঁকি নিতে চায়নি। তাই ক্রু রোটেশনের নির্ধারিত সময়েই বুচ ও সুনিতাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা। তারা কয়েক মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর সেখানে নোঙর করল স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল। আর

তাতে করেই পৃথিবীতে ফিরবেন বুচ ও সুনিতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করবে মালয়েশিয়া সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস পিলখানা হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম বাজছে লানা ডেল রের গান, রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে তাহসান ১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল করল যুক্তরাষ্ট্র ভিসি অপসারণের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা এনবিআর ভেঙে হলো দুই বিভাগ শত বছর ধরে জেগে আছে সদরঘাট গাজা যুদ্ধ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জাগরণের প্রতীক বাজেটে প্রাধান্য গরিবের খাদ্যবান্ধব কর্মসূচি অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক নাম ‘করাচি’, তাই ভেঙে দেওয়া হলো দোকান