ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫
     ৪:৫৯ পূর্বাহ্ণ

আরও খবর

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে ১৪

শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড-কম্বোডিয়া

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান

খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় পাঁচজনকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদনে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক (বহিষ্কৃত) ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য (বহিষ্কৃত) ১৩ বছর বয়সী এক কিশোরকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে প্রথম চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরজনকে আটক রাখার আবেদন করা হয় পৃথক আবেদনে। দুটি আবেদনেই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উল্লেখিত আসামিসহ তাঁদের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় বিভিন্ন বাসায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, এই সংঘবদ্ধ দলের সদস্যরা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা আরও কিছু মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে এবং এই সংঘবদ্ধ দলের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য চারজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি আবেদনে লেখেন, মামলার এজাহারে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে মামলার বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা উদ্ধারের জন্যও রিমান্ডে নেওয়া প্রয়োজন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু

ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ৪:৫৯ 51 ভিউ
মাসাম প্রজেক্টের মাধ্যমে ২০১৮ সালে শুরুর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ৪.৮৪ লাখের বেশি মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল-গোসাইবি জানান, অপসারিত বিস্ফোরকের মধ্যে রয়েছে— - ৩,২৩,৭৯৩টি অবিস্ফোরিত গোলা, - ১,৪৬,২০৭টি ট্যাংক বিধ্বংসী মাইন, - ৮,২০০টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), এবং - ৬,৭৪৯টি অ্যান্টি-পারসোনেল মাইন। হুথিদের পাতা বিস্ফোরকের ঝুঁকি সৌদি সহায়তা সংস্থা কেএসরিলিফ পরিচালিত এই প্রকল্প ইয়েমেনের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের পেতে রাখা মারাত্মক বিস্ফোরক অপসারণে কাজ করছে। গত সপ্তাহে বিশেষ অভিযানে ৫১৫টি অবিস্ফোরিত গোলা, ২৫টি ট্যাংক বিধ্বংসী

মাইন, ৫টি অ্যান্টি-পারসোনেল মাইন ও ৩টি আইইডি ধ্বংস করা হয়েছে। ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের পেতে রাখা বিস্ফোরক শিশু, নারী ও বৃদ্ধসহ সাধারণ নাগরিকদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মানবিক সহায়তা পৌঁছাতে সহায়তা প্রজেক্ট মাসাম সৌদি বাদশাহ সালমানের নির্দেশে পরিচালিত বিভিন্ন উদ্যোগের একটি, যার লক্ষ্য ইয়েমেনের ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা ও মানবিক সহায়তার রুট পরিষ্কার করা। যেখানে অপসারণ অভিযান চালানো হয়েছে: এই প্রকল্পের মাইন অপসারণ অভিযান ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে, যার মধ্যে রয়েছে— - মারিব, আদেন, জউফ, শাবওয়া, তাইজ, হোদেইদা, লাহিজ, সানা, আল-বায়দা, আল-ধালেহ ও সাদা। স্থানীয়দের প্রশিক্ষণ ও সহায়তা প্রকল্পের আওতায় স্থানীয় মাইন অপসারণ

প্রকৌশলীদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতির সরবরাহ করা হয়। পাশাপাশি, বিস্ফোরণে আহত ইয়েমেনিদের পুনর্বাসন ও সহায়তা প্রদান করা হয়। বাস্তুচ্যুত ৫০ লাখের বেশি মানুষ ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে প্রায় ৫০ লাখ মানুষ গৃহহীন হয়েছে, যাদের অনেকেই ভূমি মাইন ও বিস্ফোরকের কারণে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাসাম প্রকল্পের দল গ্রাম, সড়ক ও স্কুল পরিষ্কার করার কাজ করছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং মানবিক সহায়তা পৌঁছানো সহজ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধার দেওয়া টাকা চাওয়ায় মেয়েকে অপহরণ লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় ওষুধ কোম্পানির উপঢৌকনে সর্বনাশ হচ্ছে রোগীর গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে ১৪ নির্বাচনের প্রস্তুতি শুরু তিন ঝুঁকিতে কমাচ্ছে না ডলারের দাম দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা চাঁদা তুলে রিয়াদের পড়ার খরচ মেটাতেন স্থানীয়রা নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে