ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান
নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’
মুখ সামলে কথা বলুন: ইউনুসকে রাজনাথ সিং
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ!
ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব
গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল
ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হাফিজ সাঈদের ভাগ্নে এবং দেশটিতে বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ হামলার এজেন্ট হিসেবে অভিযুক্ত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুসারে, অজ্ঞাত বন্দুকধারীরা ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের ঝিলাম জেলার মঙ্গলা বাইপাসে শনিবার (১৫ মার্চ) এই হামলা ঘটে।
২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালানো লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীদের অন্যতম এজেন্ট ছিলেন নাদিম। দুই দিন ধরে চলা এই হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হন।
গত বছর এনআইএ একটি চার্জশিট দাখিল করে, যেখানে আবু কাতাল, সাজিদ
জুট এবং মোহাম্মদ কাসিমের নাম উল্লেখ করা হয়েছে যারা পাকিস্তান-ভিত্তিক এজেন্ট ছিলেন, যারা সন্ত্রাসীদের হামলা পরিচালনায় সহায়তা করেছিলেন। ২০০০ সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক-অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল।
জুট এবং মোহাম্মদ কাসিমের নাম উল্লেখ করা হয়েছে যারা পাকিস্তান-ভিত্তিক এজেন্ট ছিলেন, যারা সন্ত্রাসীদের হামলা পরিচালনায় সহায়তা করেছিলেন। ২০০০ সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক-অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল।



