ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ৩:৪৬ 9 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শুল্ক খেলায় তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ট্রাম্পের চাপানো শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে, ইইউ ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ায় আরও শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, তিনি অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবেন। আগামী মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা’ শুল্কহার প্রকাশ করবেন। তারা আমাদের দিকে যা ছুড়বে, আমরা তা-ই ফেরত দেব। বিবিসি লিখেছে, এই হুমকি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আরও তীব্র করেছে। তাতে অর্থনীতি ও ভোক্তার ওপর প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি করেছে, তা বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারকেও নাড়া দিয়েছে। ইইউ বলছে, তারা ২৬ বিলিয়ন ইউরো

(২১ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বা ২৮ দশমিক ৩ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর চলমান শুল্ক স্থগিতাদেশ প্রত্যাহার করবে এবং এপ্রিলের মাঝামাঝি নাগাদ নতুন পাল্টা ব্যবস্থার প্রস্তাব দেবে। এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, আমরা অর্থবহ সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমি বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আরও ভালো সমাধান খুঁজে বের করার দায়িত্ব দিয়েছি। এদিকে মার্কিন অর্থনীতি পুনর্গঠন যাত্রায় ট্রাম্পের কর্মকাণ্ডকে খামখেয়ালিপূর্ণ মনে করছে দেশটির অধিকাংশ জনগণ। বুধবার শেষ হওয়া রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে

আসে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৫৭ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্ক আরোপকে ঘিরে বাণিজ্যযুদ্ধ সূচনার আশঙ্কা দেখা দিয়েছে। রয়টার্স জানায়, মার্কিন অভিবাসী আটককেন্দ্রে আর বন্দি ধারণক্ষমতা নেই। অভিবাসন ও শুল্ক প্রয়োগ বা আইসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানিয়েছেন, এখন সব মিলিয়ে ৪৭ হাজার ৬০০ মানুষকে আটকে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী, বেড়েছে চালের রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব টাইব্রেকে দ্বিখণ্ডিত মাদ্রিদ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু শর্তে সম্মত পুতিন সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস ‘হিন্দু হয়েও আমাদের ২০০ বছর ধরে এই মন্দিরে পুজো দিতে দেওয়া হত না’ ‘কসম’ সংগ্রহে হুড়োহুড়ি খামারবাড়িতে বদলি ঘিরে উত্তেজনা ট্রাম্পের শুল্ক আরোপ, তীব্র হচ্ছে বাণিজ্যযুদ্ধ টাকা ছাপিয়ে ফের ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাশ চালু করছে মালয়েশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল ক্ষোভ-শোক প্রতিবাদে ফুঁসছে সারা দেশ ২০৪ ঘণ্টার বেঁচে থাকার লড়াই ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই আছিয়াকে ধর্ষণের ঘটনায় জড়িতের বাড়িতে অগ্নিসংযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন