সপরিবারে ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




সপরিবারে ‘অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৯:৪৮ 11 ভিউ
ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। রোববার বিবিসির এক কবরে বলা হয়েছে, শুধু ভারমন্টেই নয়, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বোস্টনসহ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে এদিন বিক্ষোভ ছড়িয়ে পরে দেশটির বেশ কয়েকটি বড় বড় শহরে। বিবিসি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়িবহর দেখে ক্ষোভে ফেটে পড়েন। একদল উত্তেজিত বিক্ষোভকারী এ সময় তাকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করেন। বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে

হওয়া বৈঠক থেকে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হলেও হঠাৎ করেই ভ্যান্স জেলেনস্কির ওপর তীব্র ভাষায় আক্রমণ করেন, যা জেলেনস্কিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে। বৈঠকে জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান নিয়ে ভ্যান্সের বক্তব্য জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি এমন কূটনীতির কথা বলছি, যা আপনার দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমেরিকান মিডিয়ার সামনে এসে এভাবে বিষয়টি উত্থাপন করা আপনার পক্ষ থেকে অসম্মানজনক। এরপর তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলেনস্কি। এ ছাড়া রাশিয়ার আগ্রাসনের

বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে, তার জন্য জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি। এই নাটকীয় বাকবিতণ্ডার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোনোভাবেই ক্ষমা চাইতে বাধ্য নন। ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত প্রেসিডেন্টের প্রতি ভ্যান্সের আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তবে, কিছু রিপাবলিকান নেতা ভ্যান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের পক্ষে এবং কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের বলেন, আমি জেডি ভ্যান্সের এমন সাহসী অবস্থানের জন্য গর্বিত। এদিকে, এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে গেছে। বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন, মস্কোর

ক্রমবর্ধমান হামলার মধ্যে ওয়াশিংটন আদৌ কিয়েভের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান থেকে এক ধরনের বিচ্যুতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে তো আবার বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এমন ‘ভাতৃপ্রতীম’ সম্পর্ক আগে কখনও দেখা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে সমর্থন করে ইইউ: হাদজা লাহবিব পাকিস্তানের কারাগারে ‘ডেথ সেলে’ ইমরান খান যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬ এসপি সুভাষ বরখাস্ত, জানা গেল কারণ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি ৭ কলেজের কার্যক্রম পরিচালিত হবে ইউজিসি-কলেজ অধ্যক্ষের নেতৃত্বে চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু, তদন্ত কমিটি গঠনের নির্দেশ পা ভেঙে দুই ভাইকে গুলিভর্তি পিস্তলসহ পুলিশে দিলেন যুবদল নেতা বিজয়নগরে আ.লীগের ৪৯ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা ‘আলাদিনের চেরাগ’ ইউনাইটেড গ্রুপে মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি ইবাদতের ভরা মৌসুম শুরু হলো চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার ৫৪ বছরেও মেলেনি পর্যটনকেন্দ্রের স্বীকৃতি মুক্তিযুদ্ধে ধরা পড়তে পড়তে বেঁচে যাওয়া ভারতের সঙ্গে ৪ স্থলবন্দর বন্ধের সুপারিশ গাজায় ফের যুদ্ধ শুরু করতে পরে ইসরাইল রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড়