হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল-সালমান-নুরুজ্জামানকে – ইউ এস বাংলা নিউজ




হাতকড়া পরিয়ে আদালতে আনা হলো আনিসুল-সালমান-নুরুজ্জামানকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৮ 35 ভিউ
বুধবার সকাল ১০টায় ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তোলা হয় হত্যা মামলার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, হাজি সেলিমসহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাফ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাদা পায়জামা-পাঞ্জাবি পরা ছিলেন। মাথায় ছিল পুলিশের হেলমেট। আর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। হাত দুখানা পেছনে মোড়ানো। দুই হাতেই হ্যান্ডকাফ। সালমানের পেছনে দাঁড়িয়ে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। তার দুই হাতও পেছনে ছিল। তবে তার দুই হাতে হাতকড়া পরানো ছিল না। শুধু বাঁ

হাতে ছিল হাতকড়া। আর ডান হাত তিনি বা হাতের ওপরে রাখা ছিল। মামুনের পেছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। তার দুই হাত পেছনে ছিল। দুই হাতেই পরানো ছিল হাতকড়া। আনিসুলের পেছনে ছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তার দুই হাতও পেছনে ছিল। পরানো ছিল হাতকড়া। নুরুজ্জামানের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তার দুই হাতও পেছনে ছিল। তবে তার এক হাতে পড়ানো ছিল হাতকড়া। জাকবের পেছনে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মাথায় ছিল হেলমেট। বুকে বুলেট প্রুফ জ্যাকেট। তার এক হাতে হাতকড়া

পড়ানো ছিল। দুজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে সামনের দিকে হাঁটছিলেন। এদিন একই সময়ে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজন নারী পুলিশ সদস্য তাকে হাত ধরে হাজতখানার বাইরে নিয়ে আসেন। এরপর সালমান, আনিসুল, নুরুজ্জামানদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দুই তলায় ওঠানো হয়। তারপর তাদের একে একে আসামির কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল, সালমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। যখন পুলিশ তাদের হাতকড়া খুলছিল, তখন তিনজনেরই মুখ ছিল নিচের দিকে। হাতকড়া খোলার পর বিমর্ষ মুখে সালমান তার আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। আদালতে তোলার পর হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি

শুরু হয়। এসময় শুনানির পুরোটা সময় ধরে সালমান এফ রহমান নিজের দাড়ি ডান হাত দিয়ে ধরে মুখে নিয়ে কামড়াতে থাকেন। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন। শুনানিতে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমানসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে এক হত্যা মামলায় ৩ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান

আহম্মেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩, বন্ধ সড়ক যোগাযোগ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ দেশে কেমন একটা অস্থিরতা চলছে বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে ভয়ে ছিলেন হাথুরু! দ্বিকক্ষ আইনসভা নিয়ে যে প্রশ্ন তুললেন মারুফ কামাল ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব: আমির খসরু পশ্চিম তীরের রামাল্লা এখন ইসরাইলি ‘খোয়াড়’ নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে রাজি কিউবা মিচেল সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে বেনিনে ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি আল কায়েদার ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার শাশুড়িকে বাংলার ‘বাঘিনী’ বললেন অভিনেত্রী নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের ফ্ল্যাট জব্দের আদেশ মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ ভিডিওটি আমার নয়: পাকিস্তানের জনপ্রিয় টিকটকার