চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৪ 32 ভিউ
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, তাদের দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নিতে নয়, বরং নিজেদের প্রথম আইসিসি শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে এসেছে। আফগানিস্তান এই টুর্নামেন্টে প্রবেশ করছে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারানোর পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানে পা রেখেছে দলটা। এছাড়া দলটার শেষ কিছু আইসিসি টুর্নামেন্ট কেটেছে বেশ ভালো। ২০২৩ বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো তিন সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা সেমিফাইনালে পৌঁছেছিল। এবার তাই আফগানিস্তানের লক্ষ্য শিরোপাই। শাহিদি বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসিনি। আমরা

নিশ্চিতভাবেই ১০০% এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলছি।’ সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ। আমাদের দলের ছেলেরা অনেক অভিজ্ঞ এবং এই কন্ডিশন আমাদের জন্য উপযোগী। তাই আমরা আত্মবিশ্বাসী। আমরা কাল থেকে শুরু করছি, আশা করি জয় দিয়ে শুরু করতে পারব এবং পুরো টুর্নামেন্টে একই গতি ধরে রাখতে পারব।’ সাম্প্রতিক সময়ে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে শারজাহতে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেটাও দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানালেন অধিনায়ক। ‘আমাদের আত্মবিশ্বাস রয়েছে, আমরা কোনো চাপ অনুভব করছি না। কারণ আমরা শুধুমাত্র আমাদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি।

আমি বিশ্বাস করি আমাদের দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের খেলার উপরই ফোকাস করছি। আমাদের উপর কোনো চাপ নেই।’ আফগানিস্তান ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে। এরপর ২৬ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে মাঠে নামবে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স ১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর ‘আর কত নোংরামি করবে মোদি সরকার?’ আনন্দে ভাসছেন কুয়েটের শিক্ষার্থীরা, পতাকা উড়িয়ে উল্লাস কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প ভারত-পাকিস্তান: কার কয়টি যুদ্ধবিমান ইউজিসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই হামলকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিতে বুক ঝাঁঝরা কাশ্মীরি যুবক আদিলের এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস (ভিডিও) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ চীনের নতুন হাতিয়ার ‘বিরল খনিজ’ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা! তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের