চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান – ইউ এস বাংলা নিউজ




চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৪৪ 10 ভিউ
ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, তাদের দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নিতে নয়, বরং নিজেদের প্রথম আইসিসি শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে এসেছে। আফগানিস্তান এই টুর্নামেন্টে প্রবেশ করছে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারানোর পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানে পা রেখেছে দলটা। এছাড়া দলটার শেষ কিছু আইসিসি টুর্নামেন্ট কেটেছে বেশ ভালো। ২০২৩ বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো তিন সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা সেমিফাইনালে পৌঁছেছিল। এবার তাই আফগানিস্তানের লক্ষ্য শিরোপাই। শাহিদি বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসিনি। আমরা

নিশ্চিতভাবেই ১০০% এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলছি।’ সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ। আমাদের দলের ছেলেরা অনেক অভিজ্ঞ এবং এই কন্ডিশন আমাদের জন্য উপযোগী। তাই আমরা আত্মবিশ্বাসী। আমরা কাল থেকে শুরু করছি, আশা করি জয় দিয়ে শুরু করতে পারব এবং পুরো টুর্নামেন্টে একই গতি ধরে রাখতে পারব।’ সাম্প্রতিক সময়ে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে শারজাহতে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেটাও দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানালেন অধিনায়ক। ‘আমাদের আত্মবিশ্বাস রয়েছে, আমরা কোনো চাপ অনুভব করছি না। কারণ আমরা শুধুমাত্র আমাদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি।

আমি বিশ্বাস করি আমাদের দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের খেলার উপরই ফোকাস করছি। আমাদের উপর কোনো চাপ নেই।’ আফগানিস্তান ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে। এরপর ২৬ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে মাঠে নামবে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্ররাই কেন সংগঠন করছে? ২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায় মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ? ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া… দুয়ারে কড়া নাড়ছে রমজান : ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে লড়ছে সরকার ভিয়েতনামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া এবার টঙ্গীতে মুখোমুখি ছাত্রদল ও শিবির, পালটাপালটি কর্মসূচি দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ে স’মিলের আগুন নিয়ন্ত্রণে চলন্ত বাসে ডাকাতি, বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার বরখাস্ত হচ্ছেন শেকৃবির ১৮ কর্মকর্তা-কর্মচারী এবার পুতিনকে ‘স্বৈরশাসক’ বললেন ইইউর শীর্ষ কূটনীতিক পশ্চিম তীরে আবারও ‘অভিযান’ চালানোর নির্দেশ নেতানিয়াহুর হামাসকে চরম মূল্য দিতে হবে: নেতানিয়াহুর হুঙ্কার দিল্লির ‘লেডি ডন’ কে এই জয়া খান