দীর্ঘ ৪৪ বছর পর মুক্তি পেতে যাওয়া কে এই বারঘুতি? – ইউ এস বাংলা নিউজ




দীর্ঘ ৪৪ বছর পর মুক্তি পেতে যাওয়া কে এই বারঘুতি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৪২ 48 ভিউ
দীর্ঘ ৪৪ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি থাকার পর ফিলিস্তিনি বাসিন্দা নায়েল আল-বারঘুতিকে শনিবার মুক্তি দেওয়া হবে। যা ইসরাইল ও হামাসের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতির চুক্তির অংশ। বারঘুতিকে মূলত ১৯৭৮ সালে মাত্র ১৯ বছর বয়সে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছিল। তিনি মঙ্গলবার তার পরিবারকে ফোন করে জানিয়েছেন যে, শনিবার যুদ্ধবিরতির সপ্তম ধাপে বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে। ফিলিস্তিনি মিডিয়া সেন্টার বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর মেহের নিউজের। বর্তমানে ৬৭ বছর বয়সি বারঘুতি ইসরাইলের কারাগারে সবচেয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৪ সালে তার বাবার জানাজায় অংশ নেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এখন তিনি বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছেন। তার

পরিবার জানিয়েছে, মুক্তির শর্ত হিসেবে তাকে এক অজানা দেশে নির্বাসিত করা হতে পারে। বারঘুতি এখন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন। তাকে একজন ইসরাইলি কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০০৯ সালে তিনি বিশ্বের দীর্ঘতম রাজনৈতিক কারাবন্দি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। ২০১১ সালে অবশ্য হামাস ও ইসরাইলের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে মুক্তি দেওয়া হয়। তবে তার সেই স্বাধীনতা বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে ইসরাইল চুক্তির শর্ত ভঙ্গ করে তাকে পুনরায় গ্রেফতার করে এবং তার যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে আরও ১৮ বছর যুক্ত করে। বর্তমান পরিস্থিতি ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবরে আল-আকসা ঝড় অভিযানের আগে ইসরাইলের কারাগারে প্রায়

৫,২০০ ফিলিস্তিনি বন্দি ছিলেন। যে সংখ্যা বর্তমানে ১০,০০০ ছাড়িয়েছে। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসন ও ব্যাপক প্রাণহানির পর ইসরাইল হামাসের যুদ্ধবিরতির শর্ত মেনে নিতে বাধ্য হয়। যা ১৯ জানুয়ারি থেকে নাজুকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধবিরতিটি মূলত তিনটি ধাপে বিভক্ত এবং প্রতিটি ধাপ ৪২ দিন স্থায়ী হবে। প্রথম ধাপে ৩৩ জন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা। এই চুক্তির আওতায় এখন পর্যন্ত হামাস ১৯ জন ইসরাইলি ও ৫ জন থাই বন্দিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরাইল প্রায় ৯৮৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে: ট্রাম্প এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে? ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী উদ্ধার, ৩ পাচারকারী গ্রেফতার পুরুষেরা শিকারি, ওরা নারীকে অন্তঃসত্ত্বা করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের