ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস – ইউ এস বাংলা নিউজ




ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 84 ভিউ
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে আসরের মাঝপথেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন। এবার তার সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে চিটাগাং কিংস। বুধবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে চিটাগাং কিংস জানিয়েছে, বিপিএল চলাকালীন ইয়েশা সাগরের অপেশাদার আচরণে আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের কোনো পূর্বানুমতি ছাড়াই তিনি বাংলাদেশ ছেড়েছেন, যা তার সঙ্গে করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েশা সাগর ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মুখোমুখি হয়েছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে চিটাগাং কিংস। তারা জানিয়েছে, যদি

নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্যিই থাকত, তাহলে তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করলেন কেন? কেন তিনি বিপিএলের প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন? এটি স্পষ্ট যে তার হঠাৎ চলে যাওয়ার আসল কারণ নিরাপত্তা নয়, বরং চুক্তি ভঙ্গ করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেওয়ার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত। চিটাগাং কিংস আরো জানায়, ইয়েশা সাগর ১৯ জানুয়ারি আমাদের কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটির দিন থাকায় তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য ২৮ জানুয়ারির দাবি অযৌক্তিক ছিল। তা ছাড়া, চুক্তি অনুযায়ী মাঝপথে দল ছেড়ে চলে যাওয়ায় তার প্রাপ্য অর্থের ৫০% পরিশোধ স্থগিত রাখা হয়। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্ট উল্লেখ

ছিল যে, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে। তিনি আসরের মাঝপথে চলে যাওয়ার পাশাপাশি অন্য লিগে অংশ নিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, যা তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। ইয়েশার আচরণকে ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দিয়ে চিটাগাং কিংস জানায়, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অসদাচরণ বা অবৈধ কার্যকলাপে জড়িত হলে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার পরও কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে রাজি হননি। বিবৃতিতে আরো বলা হয়, যদি ইয়েশা সাগর সত্যিই মনে করেন যে, তিনি কোনো ভুল করেননি, তাহলে তার উচিত ছিল বাংলাদেশে থেকে আইনি

নোটিশের জবাব দেওয়া এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার সরকার হটাতে মার্কিন নীলনকশার গোপন নথি ফাঁস সিইপিজেডে অগ্নিকাণ্ড: আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও, কাজ করছে ১৯টি ইউনিট হামাসকে অস্ত্র ছাড়তে ট্রাম্পের হুঁশিয়ারি: গাজায় শান্তি চুক্তির প্রথম পর্যায় সফল লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? কী ঘটছে প্যাসিফিক জিন্স গ্রুপের কারখানায়? স্থায়ীভাবে বন্ধের হুঁশিয়ারি মালিকপক্ষের সিলেটের ছাত্রলীগ কর্মী আরাফাত কারাগার থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য বারবার সংবিধান লঙ্ঘন এবং সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে অপরাধী অন্তবর্তী সরকার সানাই: মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এখন প্রচুর টাকা জমছে তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের বিদায়: কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের কল্পলোকের রুপকারের প্রস্থান জুলাই সনদেও রক্ষাকবচ নিশ্চিত হচ্ছে না, তাই সনদের আগেই গণভোটের গ্যারান্টি চায় এনসিপি বিএনপি’র সন্ত্রাস আর ড. ইউনূসের সন্ত্রাস জামাতকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে। জুলাই সনদে সই করবে না গণফোরাম ছাড়াও বামপন্থি ৪ দল চুলার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পলিথিনে মোড়ানো মেশিনগানের গুলি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ পুলিশের সকল সদস্য ফেরত নেওয়ার নির্দেশ: অর্থায়ন সংকটের ফলে বড় ধাক্কা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় দখল শিক্ষকদের, বন্ধ রাজধানীর প্রধান সড়ক জাতিসংঘ: গাজা পুনর্গঠনে প্রয়োজন ৭০ বিলিয়ন ডলার ঈশান কোণে মেঘ, প্রবল সাইক্লোন ধেয়ে আসছে…. লামিয়া কি তবে ডি-ফ্যাক্টো প্রধান উপদেষ্টা? বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা: ১৪ জন সিনিয়র অফিসারের গ্রেপ্তারের পর জেনারেল ওয়াকার এর অন্তর্ধান নিয়ে সন্দেহের ঘনঘটা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা: আরো ৫ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের জন্য অপেক্ষমান