ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস – ইউ এস বাংলা নিউজ




ইয়েশা সাগরের অভিযোগের জবাব দিল চিটাগাং কিংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৮ 13 ভিউ
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে আসরের মাঝপথেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তোলেন। এবার তার সেই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে চিটাগাং কিংস। বুধবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে চিটাগাং কিংস জানিয়েছে, বিপিএল চলাকালীন ইয়েশা সাগরের অপেশাদার আচরণে আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাই। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের কোনো পূর্বানুমতি ছাড়াই তিনি বাংলাদেশ ছেড়েছেন, যা তার সঙ্গে করা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ইয়েশা সাগর ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, বাংলাদেশে থাকার সময় তিনি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মুখোমুখি হয়েছিলেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে চিটাগাং কিংস। তারা জানিয়েছে, যদি

নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্যিই থাকত, তাহলে তিনি এক মাসেরও বেশি সময় বাংলাদেশে অবস্থান করলেন কেন? কেন তিনি বিপিএলের প্রতিটি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন? এটি স্পষ্ট যে তার হঠাৎ চলে যাওয়ার আসল কারণ নিরাপত্তা নয়, বরং চুক্তি ভঙ্গ করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেওয়ার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত। চিটাগাং কিংস আরো জানায়, ইয়েশা সাগর ১৯ জানুয়ারি আমাদের কাছে তার পাসপোর্ট জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটির দিন থাকায় তার পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য ২৮ জানুয়ারির দাবি অযৌক্তিক ছিল। তা ছাড়া, চুক্তি অনুযায়ী মাঝপথে দল ছেড়ে চলে যাওয়ায় তার প্রাপ্য অর্থের ৫০% পরিশোধ স্থগিত রাখা হয়। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্ট উল্লেখ

ছিল যে, কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে। তিনি আসরের মাঝপথে চলে যাওয়ার পাশাপাশি অন্য লিগে অংশ নিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, যা তার পেশাদারিত্বকেও প্রশ্নবিদ্ধ করে। ইয়েশার আচরণকে ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দিয়ে চিটাগাং কিংস জানায়, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, অসদাচরণ বা অবৈধ কার্যকলাপে জড়িত হলে ফ্র্যাঞ্চাইজি তার চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের না জানিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার পরও কোনো আনুষ্ঠানিক আলোচনা করতে রাজি হননি। বিবৃতিতে আরো বলা হয়, যদি ইয়েশা সাগর সত্যিই মনে করেন যে, তিনি কোনো ভুল করেননি, তাহলে তার উচিত ছিল বাংলাদেশে থেকে আইনি

নোটিশের জবাব দেওয়া এবং বিপিএল চলাকালীন অন্য লিগে চলে যাওয়ার পরিবর্তে গণমাধ্যমের সামনে বিষয়টি পরিষ্কার করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিরি বিবাসের মরদেহ ফেরত পেয়ে যা বলল তার পরিবার টগর সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৬৯ তালবাহানা বন্ধ করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে: জয়নুল আবেদীন পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩ দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে ‘বিস্ফোরক চিঠি’ সাবেকের জার্মানিতে কট্টর ডানপন্থিদের উত্থানে শঙ্কা সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্ররাই কেন সংগঠন করছে? ২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায় মালয়েশিয়া থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ ? ভারত, চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর দল না জেতায় মন ভেঙেছে তাওহীদের আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া… দুয়ারে কড়া নাড়ছে রমজান : ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে লড়ছে সরকার